× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটকিপে প্রায় এক কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি

প্রবা ডেস্ক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১৫:৪১ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ১৬:১০ পিএম

হ্যাকিংয়ের শিকার হয়েছে সিঙ্গাপুরভিত্তিক ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টোওয়ালেট বিটকিপ।

হ্যাকিংয়ের শিকার হয়েছে সিঙ্গাপুরভিত্তিক ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টোওয়ালেট বিটকিপ।

ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টোওয়ালেট বিটকিপে হ্যাকিংয়ের ঘটনায় আনুমানিক ৯৯ লাখ ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি গেছে। 

দ্য হ্যাকার নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিটকিপের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে সরাসরি হ্যাকিং অসম্ভবই বলা যায়। বিটকিপের ক্ষেত্রে যা হয়েছে তা হলো, হ্যাকাররা বিটকিপের নকল সংস্করণের একটি এপিকে তৈরি করে এবং বিটকিপের সাইট হ্যাক করে সেখানে মূল এপিকে সরিয়ে ট্রোজানাইজড এপিকে বসিয়ে দেয়। এর মাধ্যমে নকল বিটকিপ ব্যবহারকারীরা ডাউনলোড শুরু করে। 

ঘটনাটি ২৬ ডিসেম্বর ঘটে বলে জানায় বিটকিপ। তবে প্লেস্টোর, অ্যাপল স্টোর ও ক্রোমের ওয়েব স্টোর থেকে ডাউনলোড করা বিটকিপ পুরোপুরি নিরাপদ। 

বিটকিপের সিইও কেভিন কোমো জানান, এভাবেই ব্যবহারকারীর ‘প্রাইভেট কী’ হ্যাকারদের কাছে ফাঁস হয়ে যায় এবং হ্যাকাররা তখন ব্যবহারকারীর ব্যালেন্স চুরি করতে সক্ষম হয়। 

এটিকে বড় হ্যাকিংয়ের ঘটনা হিসেবেই বর্ণনা করেছেন কেভিন কোমো। 

ব্লকচেইন সিকিউরিটি কোম্পানি পেকশিল্ড এবং মাল্টি-চেইন ব্লকচেইন এক্সপ্লোরার ওকেলিঙ্কের মতে, এ পর্যন্ত আনুমানিক ৯৯ লাখ ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে। 

বিটকিপ এক টুইটবার্তায় জানিয়েছে, চুরি করা তহবিলগুলো বিএনবি চেইন, ইথারিয়াম, ট্রন ও পলিগনে ছিল। মোট ২০০টিরও বেশি অ্যাড্রেস এই চুরির অর্থ সরাতে ব্যবহার হয়েছিল এবং সব অর্থ শেষাবধি দুটি মেইন অ্যাড্রেসে সরিয়ে ফেলা হয়েছে। 

২০১৮ সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুরভিত্তিক বিটকিপ জানিয়েছে, চুরি করা বেশ কিছু ডিজিটাল প্রোপার্টি ফ্রিজ করা হয়েছে। 

তবে বিটকিপে এটিই প্রথম হ্যাকিংয়ের ঘটনা নয়। এর আগে ২০২২ সালেই ১০ লাখ ডলার হ্যাকিংয়ের ঘটনা ঘটে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা