× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপনে মিডিয়া কোম্পানিতে টাকা ঢালত এফটিএক্স

প্রবা ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২ ১৪:৫০ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ১৮:৩৩ পিএম

এফটিএক্সের সাবেক প্রধান নির্বাহী স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড। ছবি : সংগৃহীত

এফটিএক্সের সাবেক প্রধান নির্বাহী স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড। ছবি : সংগৃহীত

সম্প্রতি দেউলিয়ার আবেদন করা, একসময়ের বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি বিনিময় ও কেনাবেচা প্ল্যাটফরম এফটিএক্স গোপনে মিডিয়া কোম্পানি 'ব্লক'-এর জন্য কোম্পানিটির প্রধান নির্বাহীকে অর্থ পাঠাত।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে অ্যাক্সিওস।

তবে একই সঙ্গে অ্যাক্সিওস বলছে, ‘ব্লক’-এর কর্মচারীরা এই পেমেন্ট সম্পর্কে অবগত ছিল না।

রয়টার্সের পক্ষ থেকে এফটিএক্সের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি তাদের পক্ষ থেকে। এর সাবেক প্রধান নির্বাহী, একসময় ক্রিপ্টো জগতের ওয়ারেন বাফেট হিসেবে পরিচিত স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইডকে ফোনকল ও মেসেজ দিলেও কোনো সাড়া মেলেনি।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রে এফটিএক্সের অবাক করা পতনে এর কর্তাব্যক্তিরা জড়িত কি না, এ সংক্রান্ত তদন্ত শুরু হয়েছে।

এফটিএক্সের বিপর্যয়ের আগে স্যাম ব্যাঙ্কম্যান ছিলেন ক্রিপ্টো জগতের অনেক বড় তারকা। অক্টোবরেও তিনি ছিলেন ১৫ বিলিয়ন ডলারের মালিক। তাকে বিনিয়োগ জগতের কিংবদন্তি ওয়ারেন বাফেটের সঙ্গে তুলনা করা হতো।

নভেম্বরে গুজব ছড়িয়ে পড়ে যে এফটিএক্স ও ব্যাঙ্কম্যানের মালিকানাধীন সংস্থাগুলো আর্থিকভাবে নড়বড়ে অবস্থায় রয়েছে। ফলে অনেক গ্রাহক এফটিএক্স থেকে তাদের তহবিল উঠিয়ে নেওয়ার চেষ্টা করে।

এতে প্রতিষ্ঠানটি নগদ অর্থ সংকটের মুখোমুখি হয়। স্যাম ব্যাঙ্কম্যান বেল আউটের অর্থ জোগাড়ের চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। অনেক গ্রাহকই অর্থ তুলতে পারেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা