ইন্টারন্যাশনাল হোপ স্কুল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫ ১৬:২২ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আলাবামায় নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম prestigous প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ (HERC)। এবারের ৩১তম আয়োজনে গর্বজনকভাবে ‘ফিনিক্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল হোপ স্কুল। শুধু তাই নয়, হাই স্কুল হিউম্যান-পাওয়ারড বিভাগে তারা জিতে নিয়েছে ‘সোশ্যাল মিডিয়া অ্যাওয়ার্ড’ও।
এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা হাতে-কলমে তৈরি করে এমন রোভার, যা মানুষের মহাকাশ অভিযানে ব্যবহারযোগ্য হতে পারে। নাসার আর্টেমিস মিশনের অনুপ্রেরণায় তৈরি প্রতিযোগিতাটি মূলত দুটি ভাগে বিভক্ত- মানবচালিত রোভার চ্যালেঞ্জ ও দূরনিয়ন্ত্রিত রোভার চ্যালেঞ্জ। এবারে বাংলাদেশ থেকে শুধু হোপ স্কুলই উভয় বিভাগে নির্বাচিত হয়েছিল, যা একটি বড় অর্জন।
২৬ জন মেধাবী শিক্ষার্থী নিয়ে গঠিত ছিল হোপ স্কুলের টিম। টিমের পরামর্শদাতা হিসেবে ছিলেন আবুল কালাম আজাদ এবং মুনজুর মোর্শেদ। কারিগরি দিকনির্দেশনা দিয়েছেন শহীদুল হাসান মন্টি ও ইফতেখার হোসেন। ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন শাজাদি আয়মান সুলতানা ও মাহজাবিন আলম রোশনি।
তারা জানান, টানা চারবার এ প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা, পরিশ্রম, সহানুভূতিশীল পরামর্শক এবং একনিষ্ঠ টিমওয়ার্কই তাদের এ সাফল্যের মূল চাবিকাঠি। নিজেদের হাতে তৈরি রোভারগুলো প্রতিযোগিতার সব শর্ত সফলভাবে পূরণ করেছে।
এ অর্জন শুধু হোপ স্কুলের নয়, বরং দেশের তরুণ উদ্ভাবকদের STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষায় আগ্রহী করে তোলার ক্ষেত্রে একটি বিশাল অনুপ্রেরণা। তারা আশা করছে, ভবিষ্যতেও বাংলাদেশি শিক্ষার্থীরা এ ধরনের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবে।