× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেনারেটিভ এআই প্রতিযোগিতায় মেটার বড় চমক ‘লামা ৪’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ১৮:১৫ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৫ ১৮:১৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জেনারেটিভ এআই প্রতিযোগিতায় মেটা তাদের সর্বশেষ ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘লামা ৪’ উন্মোচন করেছে, যা এআই জগতে নতুন মাত্রা যোগ করেছে। এ সিরিজের দুটি মডেল হলো ‘লামা ৪ স্কাউট’ এবং ‘লামা ৪ ম্যাভেরিক’। লামা ৪ স্কাউট একটি কমপ্যাক্ট মডেল, যা মাত্র একটি উচ্চমানের গ্রাফিকস কার্ডে চলতে সক্ষম এবং ১০ মিলিয়ন টোকেন প্রক্রিয়াকরণ করতে পারে। এটি গুগলের জেমা ৩ এবং মিসট্রালের মিসট্রাল ৩.১-এর মতো মডেলগুলোর চেয়ে উন্নত পারফরম্যান্স প্রদর্শন করে।

অন্যদিকে, ‘লামা ৪ ম্যাভেরিক’ একটি বৃহত্তর মডেল, যা ওপেনএআইয়ের জিপিটি-৪ এবং ডিপসিক-ভি৩-এর সমতুল্য পারফরম্যান্স প্রদান করে, বিশেষ করে কোডিং এবং যৌক্তিক বিশ্লেষণে। এ মডেলটি ১২৮টি বিশেষজ্ঞ ইউনিট নিয়ে গঠিত এবং ১৭ বিলিয়ন সক্রিয় প্যারামিটার ব্যবহার করে।

মেটা আরও ঘোষণা করেছে তারা ‘লামা ৪ বেহিমথ’ নামে একটি বৃহৎ মডেল উন্নয়ন করছে, যার ২ ট্রিলিয়ন প্যারামিটার রয়েছে। এ মডেলটি অন্যান্য এআই মডেলের জন্য ‘শিক্ষক’ হিসেবে কাজ করবে এবং প্রশিক্ষণ প্রক্রিয়ায় সহায়তা করবে।

মার্চে মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স বলেন, লামা ৪ মডেল মেটার এআই এজেন্টগুলোকে আরও বুদ্ধিমান ও কার্যকর করে তুলবে। এসব এজেন্ট শুধু যুক্তি বিশ্লেষণই নয়, ওয়েব ব্রাউজিংসহ বিভিন্ন জটিল কাজও করতে পারবে, যা ভোক্তা ও ব্যবসার জন্য কার্যকর সমাধান আনবে।

হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ডাইরেক্ট এবং মেটা এআই ওয়েবসাইটে এখনই এ দুটি মডেল ব্যবহারের সুযোগ মিলছে। মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ‘আমাদের লক্ষ্য বিশ্বের সেরা ওপেন সোর্স এআই তৈরি করা এবং তা সবার জন্য উন্মুক্ত করা।’ তিনি বিশ্বাস করেন, ওপেন সোর্সই ভবিষ্যতের এআই উন্নয়নের মূল চাবিকাঠি। 

২৯ এপ্রিল মেটা তাদের প্রথম ‘লামাকন এআই’ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। পাশাপাশি শোনা যাচ্ছে, এ বছরই মেটা একটি স্বতন্ত্র এআই চ্যাটবট অ্যাপও উন্মোচন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা