× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমিকম্পের আগাম বার্তা স্মার্টফোনে

মনির হোসেন রনি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ১৮:০২ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৫ ১৮:৫১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রতিদিনই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাচ্ছে ছোটবড় ভূমিকম্প। কখনও তা নিছক কাঁপুনি, কখনও বা ভয়াবহ বিপর্যয়। এসব প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় আমাদের প্রস্তুত থাকার সুযোগই দেয় না। কিন্তু আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন কিছুটা হলেও আগাম সতর্ক হওয়া সম্ভব। বিশেষত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে ভূমিকম্প সতর্কবার্তা পাওয়ার সুবিধা।

গুগলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভূমিকম্প শনাক্ত করে তাৎক্ষণিকভাবে অ্যালার্ট পাঠানোর সুবিধা চালু করেছে। এসব ফিচার এখন বাংলাদেশের অ্যানড্রয়েড ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারেন।

গুগলের আর্থকোয়েক অ্যালার্ট যেভাবে কাজ করে

২০২০ সালে গুগল চালু করে ‘আর্থকোয়েক অ্যালার্ট’ নামে একটি বিশেষ ফিচার। এটি মূলত অ্যানড্রয়েড ফোনে বিল্ট-ইন হিসেবে যুক্ত থাকে। ফোনের সেন্সরগুলো যখন কোনো অস্বাভাবিক কম্পন শনাক্ত করে, তখন তাৎক্ষণিকভাবে সার্ভারে তথ্য পাঠায়। সে তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট এলাকা বা অঞ্চলে সতর্কবার্তা পাঠায় গুগল।

এ সতর্কবার্তায় থাকে ভূমিকম্পের সময়, কেন্দ্রবিন্দু ও মাত্রার তথ্য। এ ছাড়া নিরাপদে থাকার কিছু পরামর্শও দিয়ে থাকে সিস্টেমটি। সবচেয়ে ভালো বিষয় হলো এ ফিচার ব্যবহার করতে কোনো অ্যাপ ডাউনলোড করতে হয় না এবং কোনো খরচও নেই।

ফিচারটি চালু করবেন যেভাবে

আপনার ফোনে গুগলের এ সতর্কবার্তা ফিচারটি চালু আছে কি না, তা দেখে নিতে পারেন নিচের ধাপগুলো অনুসরণ করেÑ

Settings > Location > Advanced > Earthquake Alerts

 যদি বন্ধ থাকে, তাহলে টগলটি অন করে দিন।

অথবা কিছু ফোনে যেতে হতে পারে

Settings > Safety & Emergency > Earthquake Alerts

এখান থেকেও ফিচারটি অন/অফ করা যাবে।

একবার চালু হলে আপনার এলাকায় ভূমিকম্প হলে ফোনে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ট পাঠানো হবে।

বিকল্প অ্যাপস

গুগলের ফিচারের পাশাপাশি কিছু বিশেষ অ্যাপও রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি রিয়েল টাইমে ভূমিকম্পের তথ্য জানতে পারবেন। নিচে উল্লেখযোগ্য দুটি অ্যাপ সম্পর্কে তথ্য দেওয়া হলোÑ

আর্থকোয়েক অ্যালার্ট

এ অ্যাপটি বিশ্বজুড়ে ঘটে যাওয়া ভূমিকম্পের তথ্য প্রদর্শন করে। এতে আপনি দেখতে পারবেন ভূমিকম্পের সময়, কেন্দ্র, মাত্রা এবং মানচিত্রে অবস্থান। এতে রয়েছে নোটিফিকেশন সেটিংস, যাতে কোনো ভূমিকম্প ঘটলে তাৎক্ষণিকভাবে আপনি জানাতে পারেন।

ডাউনলোড লিঙ্ক : Google Play Store / Apple App Store-এ সহজেই পাওয়া যাবে।

আর্থকোয়েক নেটওয়ার্ক

এ অ্যাপটি দাবি করে যে, ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিতে পারে। যদিও বিষয়টি বিতর্কিত এবং এর নির্ভরযোগ্যতা নিয়ে গবেষণা চলছে, তবু অনেক ব্যবহারকারী এটি ব্যবহার করে থাকেন। অ্যাপটি মূলত ব্যবহারকারীদের ফোন সেন্সর ব্যবহার করে কম্পন শনাক্ত করে আশপাশের মানুষকে সতর্ক করে।

ডাউনলোড লিঙ্ক : Google Play Store / Apple App Store-এ পাওয়া যাবে।

কেন এসব ফিচার জরুরি?

বাংলাদেশ একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। রাজধানী ঢাকাসহ বড় বড় শহরগুলো ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। নাগরিক সচেতনতা বাড়ানো এবং প্রস্তুতির সময়সীমা বাড়াতে এসব প্রযুক্তি বড় সহায়ক হতে পারে।

যদিও ১০০% নির্ভুল পূর্বাভাস এখনও সম্ভব নয়, তবে আধুনিক প্রযুক্তির সহায়তায় কয়েক সেকেন্ডের আগাম বার্তাও জীবন বাঁচাতে সহায়ক হতে পারে।

শেষের আগে

ভূমিকম্পের মতো দুর্যোগ প্রতিরোধ করা আমাদের হাতে নেই। কিন্তু প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা নিজের ও পরিবার-পরিজনের নিরাপত্তা কিছুটা হলেও নিশ্চিত করতে পারি। তাই আপনার স্মার্টফোনে ভূমিকম্প সতর্কবার্তা ফিচারটি চালু রাখুন, প্রস্তুত থাকুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা