× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফল্য

দুই ভাইয়ের পানি পরিশোধন প্রযুক্তির বিশ্বব্যাপী স্বীকৃতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ১৭:৫২ পিএম

শাফি বিন সুলতান ও সাবিক বিন সুলতান

শাফি বিন সুলতান ও সাবিক বিন সুলতান

বাংলাদেশের প্রযুক্তি খাতে যুক্ত হলো আরেকটি গর্বের অধ্যায়। দেশের কিশোর উদ্ভাবক শাফি বিন সুলতান ও সাবিক বিন সুলতান যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের হর্ন এন্টারপ্রেনারশিপ সেন্টার আয়োজিত ডায়মন্ড চ্যালেঞ্জ ২০২৫-এর চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছেন। ১২৬ দেশের ১ হাজার ২০০টির বেশি দল ও ৩ হাজার ৪০০ অংশগ্রহণকারীর মধ্যে তারা প্রথম বাংলাদেশি দল হিসেবে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন।

এ কৃতিত্ব তারা অর্জন করেছেন তাদের উদ্ভাবিত প্রযুক্তি BLUESHIELD FILTER (ব্লুশিল্ড ফিল্টার)-এর জন্য, যা একটি পরিবেশবান্ধব ও পোর্টেবল ওয়াটার ফিল্টারেশন সিস্টেম। এটির লক্ষ্য হচ্ছে এশিয়া ও আফ্রিকার জলবায়ু-সংকটপূর্ণ ও বন্যাপ্রবণ অঞ্চলে নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করা।

BLUESHIELD FILTER-এ ব্যবহার করা হয়েছে অ্যাডভান্সড কার্বন ন্যানোম্যাটেরিয়াল এবং আপসাইক্লড কম্পোনেন্টস, যা একে সাধারণ ফিল্টার থেকে আলাদা করে তোলে। যদিও এর পূর্ণ ডিজাইন এখনও পেটেন্ট প্রক্রিয়ার কারণে গোপন রাখা হয়েছে, তবে ইতোমধ্যে তাদের উদ্ভাবনচিন্তা বিশ্বব্যাপী প্রযুক্তিবিদ ও বিনিয়োগকারীদের দৃষ্টি কেড়েছে।

এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ১ ও ২ মে ২০২৫-এ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় Limitless World Summit-এ তারা তাদের উদ্ভাবন উপস্থাপন করবেন বিশ্বের নামকরা সিইও, বিনিয়োগকারী ও গবেষকদের সামনে। এটি শুধু বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ নয়, বরং বৈশ্বিক নিরাপদ পানিসংকট সমাধানে সরাসরি অবদান রাখার একটি বড় পদক্ষেপ।

শাফি বিন সুলতান বর্তমানে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্র। ছোটবেলা থেকেই তিনি বিজ্ঞান, প্রযুক্তি এবং রোবোটিকসের প্রতি গভীর আগ্রহী ছিলেন। প্রাথমিক বিদ্যালয়ের দিনগুলো থেকেই তিনি প্রযুক্তিভিত্তিক প্রকল্প এবং গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে একাধিক পুরস্কার অর্জন করেছেন। তিনি ভবিষ্যতে একজন সফল উদ্ভাবক ও উদ্যোক্তা হিসেবে মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চান। তার লক্ষ্য প্রযুক্তি ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যাগুলোর উদ্ভাবনী সমাধান তৈরি করা।

সাবিক বিন সুলতান বর্তমানে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই তিনি প্রযুক্তি, উদ্ভাবন এবং ব্যবসায়িক কৌশলের প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দক্ষতা অর্জন করেছেন। তার লক্ষ্য ভবিষ্যতে প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধান করা।

শাফি ও সাবিকের এ উদ্ভাবন কেবল প্রযুক্তির একটি উৎকর্ষতা নয়, বরং একটি সামাজিক উদ্যোগ যা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যায় ভোগা লাখো মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর হতে পারে।

তাদের এ অর্জন প্রমাণ করে, বাংলাদেশের তরুণদের মধ্যেও রয়েছে এমন উদ্ভাবনশক্তি, যা বিশ্বমঞ্চে আলোড়ন তুলতে সক্ষম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা