× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোবোটিকস ও অটোমেশন

মানবশ্রমের ভবিষ্যৎ কী

ইয়ামীর আহমেদ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ১৭:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একদিন রাকিব নামে একজন কারখানা শ্রমিক কাজে এসে দেখলেন, তার পাশে দাঁড়িয়ে থাকা নতুন এক রোবট নিঃশব্দে কাজ করে যাচ্ছে। রোবটটি কোনো ক্লান্তি অনুভব করছে না, বিরতি নিচ্ছে না, এমনকি তার চেয়ে দ্রুতগতিতে কাজ করছে। রাকিবের মনে প্রশ্ন জাগল, ‘এ রোবট কি আমার চাকরি কেড়ে নেবে? নাকি এটা আমার সহায়ক হবে?’

রাকিবের মতো অনেকেই এখন এ প্রশ্নের উত্তর খুঁজছেন। বর্তমান প্রযুক্তির যুগে রোবোটিকস ও অটোমেশন দ্রুত অগ্রসর হচ্ছে। এটি শুধু শিল্পকারখানায় নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এ প্রযুক্তি কি মানবশ্রমের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলছে, নাকি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে? চলুন, রাকিবের গল্পের মাধ্যমে আমরা এ বিষয়টি বিশদভাবে অনুসন্ধান করি।

রোবোটিকস ও অটোমেশনের সংজ্ঞা ও ইতিহাস

রাকিব যখন কারখানার ম্যানেজারের কাছে জানতে চাইলেন, ‘এ রোবটগুলো আসলে কীভাবে কাজ করে?’ তখন তিনি ব্যাখ্যা করলেন, রোবোটিকস এমন একটি প্রযুক্তি যা স্বয়ংক্রিয় যন্ত্রপাতির মাধ্যমে মানুষের কাজ সহজ করে। অটোমেশন হলো সে প্রক্রিয়া যার মাধ্যমে মেশিন নিজে থেকেই নির্দিষ্ট কাজ করতে পারে, কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই।

রোবোটিকসের ইতিহাস ১৯৫০-এর দশকে শুরু হয়, যখন প্রথম শিল্পকারখানায় রোবট ব্যবহৃত হয়। ১৯৬১ সালে ইউনিমেট (Unimate) নামে প্রথম শিল্প রোবট তৈরি করা হয়, যা জেনারেল মোটরস (GM) কোম্পানিতে ব্যবহৃত হয়েছিল। তখন থেকেই এ প্রযুক্তি ক্রমাগত উন্নতি লাভ করেছে।

বর্তমান সময়ের রোবোটিকস ও অটোমেশন

রাকিব এখন দেখতে পাচ্ছেন, তার কারখানার অনেক কাজ রোবোটিকস এবং অটোমেশন দ্বারা সম্পন্ন হচ্ছে।

শিল্পকারখানা : গাড়ি নির্মাণ, ইলেকট্রনিকস এবং অন্যান্য উৎপাদন শিল্পে রোবট ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

চিকিৎসা খাত : সার্জারি, রোগ নির্ণয় এবং ওষুধ প্রস্তুতির জন্য রোবট ব্যবহৃত হচ্ছে।

কৃষি : স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ফসল চাষ ও সংগ্রহে ব্যবহৃত হচ্ছে।

পরিবহন : স্বয়ংক্রিয় গাড়ি ও ড্রোন প্রযুক্তির উন্নয়ন ঘটছে।

সার্ভিস সেক্টর : হোটেল, রেস্টুরেন্ট এবং রিটেইল স্টোরে রোবট পরিষেবা দিচ্ছে।

ভবিষ্যতের প্রযুক্তি ও অটোমেশনের দিক

রাকিবের মনে তখন আরেকটি প্রশ্ন জাগে, ‘আমার ভবিষ্যৎ তাহলে কী?’ ম্যানেজার হাসিমুখে বললেন, ‘ভবিষ্যৎ তো আরও রোমাঞ্চকর!’

হিউম্যানয়েড রোবট : সোফিয়া এবং আমেকার মতো এআইচালিত রোবট ভবিষ্যতে অফিস, হোটেল ও অন্যান্য সেবা খাতে মানুষের সঙ্গে মিলে কাজ করবে।

ন্যানো রোবোটিকস : ন্যানো-স্কেলের রোবট চিকিৎসাবিজ্ঞানে বিপ্লব ঘটাতে পারে, যা শরীরের অভ্যন্তরে গিয়ে রোগ নির্ণয় ও চিকিৎসা করতে পারবে।

স্মার্ট ফ্যাক্টরি : ইন্ডাস্ট্রি ৪.০-এর ফলে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ফ্যাক্টরি তৈরি হবে যেখানে মানুষের পরিবর্তে রোবট সমস্ত কাজ পরিচালনা করবে।

এআই প্রযুক্তির স্বচালিত যান : টেসলা, ওয়োমো এবং অন্যান্য কোম্পানি স্বয়ংক্রিয় গাড়ির উন্নয়নে কাজ করছে, যা চালকদের ভূমিকা কমিয়ে দেবে।

নতুন দক্ষতা শেখার প্রয়োজনীয়তা

ম্যানেজার বললেন, ‘রাকিব, পরিবর্তনকে ভয় পেয়ো না। বরং নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নাও।’ তিনি পরামর্শ দিলেন, রোবট পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং প্রোগ্রামিংয়ের মতো দক্ষতা অর্জন করলে রাকিব ও তার মতো অন্য শ্রমিকরা ভবিষ্যতেও টিকে থাকতে পারবেন।

রাকিব এখন বুঝতে পারছেন, রোবট তার প্রতিদ্বন্দ্বী নয়, বরং একটি সুযোগ। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে তিনি আরও ভালো এবং উচ্চ বেতনের চাকরি পেতে পারেন।

রোবোটিকস ও অটোমেশন হয়তো কিছু প্রচলিত চাকরির ধরন পরিবর্তন করবে, কিন্তু এটি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে। প্রশ্ন হচ্ছে, আমরা কি এ পরিবর্তনের জন্য প্রস্তুত? রাকিবের মতো আপনিও কি প্রস্তুত?

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা