প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ১৫:২৪ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা জনপ্রিয় ও সহজলভ্য করতে ২০১৮ সালের ৩১ আগস্ট প্রতিষ্ঠিত হয় সায়েন্স বি (Science Bee)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র মোবিন সিকদারের উদ্যোগে শুরু হওয়া এ প্ল্যাটফর্মটি বর্তমানে দেশের বৃহত্তম STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত)-ভিত্তিক এডটেক প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃত।
সায়েন্স বির লক্ষ্য ও কার্যক্রম
সায়েন্স বির মূল লক্ষ্য বাংলাদেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন এবং সমাজ থেকে কুসংস্কার দূর করে সব শ্রেণির মানুষের কাছে বিজ্ঞান শিক্ষা পৌঁছে দেওয়া। এ প্ল্যাটফর্মটি বিভিন্ন সেবা প্রদান করে যেমন কোর্স, বিজ্ঞান সংবাদ, প্রশ্নোত্তর সেশন এবং ই-বুক। এ ছাড়া এটি বিশ্বে বাংলা ভাষার বৃহত্তম STEM ওয়েবসাইট পরিচালনা করে।
জনপ্রিয়তা
প্রতিষ্ঠার পর থেকে সায়েন্স বি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে এবং বর্তমানে এর সঙ্গে ১২ লক্ষাধিক শিক্ষার্থী যুক্ত রয়েছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন সমাজমাধ্যমে সক্রিয় উপস্থিতির মাধ্যমে সায়েন্স বি বিজ্ঞানপ্রেমীদের জন্য একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলেছে।
উল্লেখযোগ্য উদ্যোগ
সায়েন্স বি বিজ্ঞান শিক্ষা আকর্ষণীয় করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে যেমন মিম প্রতিযোগিতা, কনটেন্ট রাইটিং প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞানবিষয়ক অভিজ্ঞদের সঙ্গে লাইভ সেশন। এ উদ্যোগগুলোর মাধ্যমে তারা তরুণদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাধারা উৎসাহিত করছে।
সম্মাননা ও স্বীকৃতি
২০২১ সালে STEM শিক্ষায় অবদানের জন্য সায়েন্স বি YEF গ্লোবাল চেঞ্জমেকার অ্যাওয়ার্ড অর্জন করে, যা তাদের কাজের আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে।
শেষের আগে
সায়েন্স বি বাংলাদেশের বিজ্ঞান শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের উদ্যোগ ও কার্যক্রম তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলছে এবং দেশের শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনছে।
ওয়েবসাইট https://www.sciencebee.com.bd