সাফল্য
ফাতেমা নূর
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১২:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাতুল হাসান রুহান একটি অনন্য প্রোগ্রামিং ভাষা তৈরি করেছেন, যার নাম ‘অজগর’। এ ভাষাটি বাংলায় কোড লেখার সুবিধা দেয় এবং পাইথনের ওপর ভিত্তি করে তৈরি। অজগর একটি ইন্টারপ্রেটারভিত্তিক ভাষা, যা বাংলাভাষী ব্যবহারকারীদের জন্য প্রোগ্রামিং সহজ ও সহজলভ্য করে তোলে। এটি মজার ও স্যাটায়ারধর্মী প্রোগ্রামিং ভাষা!
সাতক্ষীরার ছেলে রুহান জানান, অজগর বাংলা ভাষায় লিখতে ও বুঝতে সহজ। এ প্রোগ্রামিং ভাষার সিনট্যাক্স সরল ও ব্যবহারবান্ধব। উদাহরণস্বরূপ, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে ব্যবহারকারীরা লিখতে পারেন : নাম = অজগর। আউটপুট দেখানোর জন্য ব্যবহার করা যায় : দেখাও (যা খুশি)। এ ভাষাটি বাংলাভাষীদের জন্য প্রোগ্রামিং আরও অন্তর্ভুক্তিমূলক ও ভাষাগত বাধামুক্ত করতে তৈরি করা হয়েছে।
অজগর একটি ওপেন সোর্স প্রকল্প, যার ডকুমেন্টেশন ও সোর্স কোড গিটহাবে (https://lnkd.in/g_xbepfM) উন্মুক্ত করা হয়েছে। রুহানের এ উদ্ভাবন বাংলাদেশের প্রযুক্তিজগতে ব্যাপক সাড়া ফেলেছে; যা স্থানীয় ভাষায় প্রোগ্রামিং টুল উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
অজগর কেন ব্যবহার করবেন?
বাংলা সিনট্যাক্স Ñ বাংলা ভাষায় কোড লেখার আনন্দ!
সহজ ও সরল Ñ নতুনদের জন্য পারফেক্ট!
ব্যতিক্রমী ও মজাদার Ñ প্রোগ্রামিং শেখার নতুন মজা!
ওপেন-সোর্স Ñ আপনিও অবদান রাখতে পারেন!
কীভাবে শুরু করবেন?
অজগর ইনস্টল করুন
প্রথম প্রোগ্রাম লিখুন :
দেখাও ‘হ্যালো, অজগর!’
শেখা শুরু করুন!
তবে আর দেরি কেন? চলুন, কোডিং শুরু করি!