× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাপস

শিক্ষার্থীদের যাতায়াতে নিরাপদ প্লাটফর্ম গ্যাংআপ

তাসনিয়া তাসনিম

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১২:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ঢাকায় বেড়েছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অনিরাপদ হয়ে উঠেছে রাতে একা যাতায়াত। সন্ধ্যার পর ঘন ঘন ধারালো অস্ত্রসহ ছিনতাইয়ের মুখে পড়ছে একা যাতায়াত করা শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সে উদ্বেগের সমাধান, যাতায়াতের নিরাপত্তা ও ব্যয়সংকট সমাধানে চালু হয়েছে GangUp-নামক ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের সুযোগ করে দিচ্ছে দলবদ্ধভাবে রাজধানীর যেকোনো স্থানে নিরাপদে যাতায়াতের।

GangUP মূলত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্যই তৈরি নতুন একটি প্ল্যাটফর্ম, যাতে রেজিস্ট্রেশন করতে হবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইমেইল আইডি দিয়ে। একই সময়ে ক্যাম্পাস থেকে দূরবর্তী কোথাও যাওয়ার ক্ষেত্রে কারও সঙ্গে গন্তব্য, সময়, স্থান মিলে গেলেই তাদের সঙ্গে একত্রে যাতায়াতের জন্য GangUP-এর মাধ্যমে শিক্ষার্থীরা তৈরি করে নিতে পারবেন সাময়িক দল বা গ্যাং।

Gang তৈরির জন্য প্রস্থানের স্থান, সময় ও গন্তব্য দিয়ে খোঁজা যাবে নিকটস্থ শিক্ষার্থীদের! সে ক্ষেত্রে দলের সর্বোচ্চ সদস্যসংখ্যা এবং লিঙ্গও নির্ধারণ করে দেওয়া যাবে নিজেদের ইচ্ছামতো। অর্থাৎ নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে নারী শিক্ষার্থীরা শুধু অন্য নারী শিক্ষার্থীদের সঙ্গেও একত্রে যাতায়াত করতে পারবেন। প্ল্যাটফর্মটিতে রয়েছে ইন-অ্যাপ চ্যাট সিস্টেমের সুবিধা; পাশাপাশি কেউ কোনো অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হলে ইউজারদের নিয়ে করা যাবে রিপোর্ট।

GangUP-এর প্রাথমিক ব্যবহার শুরু হয়েছে ইতোমধ্যে, ব্যবহার করছেন অসংখ্য শিক্ষার্থী। তবে শিগগিরই এতে রিভিউ অপশনের মতো আরও কিছু প্রয়োজনীয় ফিচার যুক্ত হবে বলে জানিয়েছেন ডেভেলপাররা। GangUP এখন পর্যন্ত ব্র্যাক, ড্যাফোডিল, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, আহ্‌ছানউল্লাসহ ঢাকার ২০টির বেশি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

GangUP প্ল্যাটফর্মটি চারজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর যৌথ উদ্যোগে তৈরি। ফাহিম আহমেদ (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), মাহির আবদুল্লাহ (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), শাহরিয়ার আহমেদ শোভন (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) এবং মনীষ চন্দ রুদ্র (ব্র্যাক বিশ্ববিদ্যালয়)Ñএ চার উদ্যোক্তা তরুণের উদ্ভাবনচিন্তার ফসল হিসেবেই শুরু হয়েছে এ GangUp-এর যাত্রা। ভবিষ্যতে এর ব্যবহার মাঠ পর্যায়ে বহুদূর ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ব্যক্ত করছেন ব্যবহারকারী অনেকেই।

একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও বিনামূল্যের সেফটি সল্যুশন তৈরির লক্ষ্যে কাজ করছে GangUP টিম। তাদের লক্ষ্য ঢাকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এ অ্যাপটি অপরিহার্য একটি প্ল্যাটফর্মে পরিণত করা, যা যাতায়াত করে তুলবে নিরাপদ ও সহজ।

GangUP সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং প্ল্যাটফর্মটি ব্যবহার করতে ভিজিট করুন : www.gangupnow.com

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা