প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ২৩:০২ পিএম
ছবি : সংগৃহীত
গেম ডেভেলপার্স কনফারেন্স (জিডিসি) এর আগে গুগল আজ পিসি ও মোবাইল গেমিংয়ের জন্য নতুন ফিচার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে নতুন গেম টাইটেল, কন্ট্রোল কাস্টমাইজেশন এবং মোবাইল গেমগুলো পিসিতে উন্মুক্ত করার জন্য ডেভেলপার টুলস। খবর টেকক্রাঞ্চ।
গুগল ২০২২ সালে প্লে গেমস ফর পিসি প্রোগ্রামটি বেটা পর্যায়ে চালু করেছিল এবং ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলে এটি প্রসারিত করেছে। এই বছরের শেষের দিকে প্রোগ্রামটি সবার জন্য উন্মুক্ত করবে বলে জানায় গুগল।
ডেভেলপার টুলস
নতুন ঘোষণার অংশ হিসেবে গুগল গেম ডেভেলপারদের জন্য বেশ কিছু টুল যুক্ত করছে। এর মধ্যে রয়েছে গুগল প্লে গেমসে নেটিভ পিসি গেমের জন্য একটি এসডিকে, যাতে ইন-অ্যাপ কেনাকাটার সুবিধা থাকবে। প্লে কনসোলও আপডেট করা হচ্ছে।
গুগল ডিফল্টভাবে প্লে স্টোরের সব মোবাইল গেম পিসিতে দেখা যাবে তবে ডেভেলপাররা চাইলে এই সুবিধা থেকে বেরিয়ে আসতে পারবেন। বিশেষভাবে টিউন করা গেমগুলোর পাশে ‘অপটিমাইজড’ আইকন থাকবে, আর পরীক্ষার পর অন্য গেমগুলোতে ‘প্লেয়েবল’ ব্যাজ যুক্ত হবে।
এছাড়া, গুগল প্লে গেমস এখন এএমডি-ভিত্তিক ল্যাপটপ ও ডেস্কটপ সমর্থন করবে। বিভিন্ন নির্মাতার পিসিতে স্টার্ট মেনু থেকে প্লে গেমস অ্যাক্সেস করা যাবে। গুগল নতুন গ্রাফিক্স এপিআই ‘ভিলকান’ যুক্ত করছে, যা ফ্রেম রেট মসৃণ করবে এবং ভিজ্যুয়াল উন্নত করবে। রে ট্রেসিং সুবিধাও যুক্ত হচ্ছে। এছাড়া, অ্যান্ড্রয়েড ডায়নামিক পারফরম্যান্স ফ্রেমওয়ার্ক (এডিপিএফ) আপডেট করা হচ্ছে, যাতে গেমগুলোর সাড়া আরও দ্রুত হয়।
এই বছরের শেষে ডেভেলপাররা গুগল প্লে গেমস ফর পিসিতে মোবাইল এবং নেটিভ পিসি টাইটেলের জন্য ইউজার অ্যাকুইজিশন ক্যাম্পেইন চালাতে পারবেন। এতে ডেভেলপাররা ১৫% পর্যন্ত অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন।
নতুন গেম টাইটেল
জিডিসিতে গুগল পিসির জন্য অপটিমাইজড গেম যেমন ‘গেম অব থ্রোনস: কিংসরোড’, ‘সনিক রাম্বল’ এবং ‘ওডিন: ভালহাল্লা রাইজিং’ ঘোষণা করেছে। মোবাইল গেম পোর্টিং ফিচারের মাধ্যমে ‘ট্রেন সিম’ এবং ‘পেট শপ ফিভার: অ্যানিমাল হোটেল’ পিসিতে খেলা যাবে।
এছাড়া, পিসির কিছু গেম মোবাইলে আনছে গুগল। এই মাসে ‘ড্রেজ’ এবং ‘ট্যাবস মোবাইল’ গুগল প্লে-তে আসছে, আর বছরের শেষে রহস্যময় গেম ‘ডিস্কো এলিসিয়াম’ মোবাইলের জনয উন্মুক্ত হবে।
ইউজার ফিচার
গুগল পিসি গেমের জন্য কাস্টম কন্ট্রোল আনছে, যাতে খেলোয়াড়রা নিজেদের সুবিধা অনুযায়ী কন্ট্রোল রিম্যাপ করতে পারেন। এই মাসের শেষে মাল্টি-অ্যাকাউন্ট সাপোর্টসহ গেম সাইডবার চালু হবে। ভবিষ্যতে পিসিতে প্লে পয়েন্ট ট্র্যাক করা ও ব্যবহার করা সহজ হবে, এবং কেনাকাটায় ১০ গুণ পর্যন্ত পয়েন্ট বুস্টার পাওয়া যাবে।