প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ২১:০৩ পিএম
ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপ, বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন ম্যাসেজিং ও কলিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করছে, যার মধ্যে একটি হলো ‘হোয়াটসঅ্যাপ কল মার্জ’। অফিস মিটিং থেকে বন্ধুদের আড্ডা—এটি প্রায় সব জায়গায় ব্যবহৃত হচ্ছে। তবে সাইবার অপরাধীরা এই সুবিধাটির অপব্যবহার শুরু করেছে। সম্প্রতি ভারতে এ বিষয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, কারণ অনেক মানুষ ইতোমধ্যেই প্রতারণার শিকার হয়েছেন।
হোয়াটসঅ্যাপ কল মার্জিং কীভাবে সাইবার অপরাধীদের হাতিয়ার হয়ে উঠছে
হ্যাকাররা সাধারণত আগে থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে রাখে। এরপর, তারা আপনাকে ফোন করে জানায় যে, আপনার এক বন্ধু আপনাকে কল মার্জিংয়ে যুক্ত করতে চাচ্ছে। তবে, এখানে একটি ফাঁদ রয়েছে! আপনি যদি কল মার্জ করেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসা ওটিপি (OTP) নম্বর হ্যাকারদের কাছে পৌঁছে যায়। এরপর, মুহূর্তের মধ্যে তারা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়।
কীভাবে এই প্রতারণার ফাঁদ পাতা হয়
নিরাপদ থাকতে কী করতে হবে