প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৭:২০ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫ ১৭:২৩ পিএম
ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার টুল চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে পাঁচ বছরের অংশীদারিত্ব চুক্তি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই চুক্তির মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের ‘শিক্ষা, পাঠদান ও গবেষণায়’ আরও উন্নত করতে সাহায্য করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল এবং বিশ্ববিদ্যালয়ের বডলিয়ান লাইব্রেরির কিছু পাবলিক সংগ্রহও ডিজিটাইজড করা হবে।
এ বিষয়ে ওপেনএআইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা ব্র্যাড লাইটক্যাপ বলেন, ‘একটি সমৃদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে একাডেমিক সম্প্রদায়ের সঙ্গে আমাদের সংগতি বজায় রাখা অপরিহার্য।’ লাইটক্যাপ আরও বলেন, ‘নেক্সটজেনএআই’ উদ্যোগটি গবেষণার অগ্রগতি ত্বরান্বিত করবে এবং একটি নতুন প্রজন্মের প্রতিষ্ঠান তৈরি করবে, যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক ক্ষমতা ব্যবহারে দক্ষ হবে।’
এই চুক্তির মাধ্যমে অক্সফোর্ডের গবেষকেরা ওপেনএআইয়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ডিজাইন করা চ্যাটজিপিটির একটি সংস্করণ ব্যবহার করতে পারবেন। তাদের সঙ্গে কাজ করা প্রকল্পগুলোর জন্য গবেষণা তহবিলও দেবে কোম্পানিটি।
বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে বলা হয়, এই অংশীদারিত্ব তাদের গবেষণামূলক কাজকে (বিশেষত স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত গবেষণার ক্ষেত্রে) ‘ত্বরান্বিত’ করবে। ।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাবিষয়ক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক প্যাট্রিক গ্রান্ট বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বৈজ্ঞানিক আবিষ্কারের গতি ত্বরান্বিত করছে এবং গবেষকদের আরও জটিল তথ্য সেট নিয়ে কাজ করার সুযোগ দিচ্ছে।’
তিনি আরও বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়টি কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা এবং তার প্রয়োগের ক্ষেত্রে অগ্রণী হতে চায়, যা শুধু গবেষক ও সমাজকে এই প্রযুক্তিগুলোর সঙ্গে মানিয়ে নিতে নয়, বরং সেগুলোর পূর্ণ সম্ভাবনা বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে সাহায্য করবে।’