× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত গুগলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৭:৩৮ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৫ ১৭:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গুগল আবারও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়নে অধিকতর বিনিয়োগ করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা গেছে, প্রতিষ্ঠানটি তাদের এআই প্রযুক্তি উন্নয়নে বিশাল অংকের অর্থ বরাদ্দ করেছে, যার ফলে অন্যান্য খাতে খরচ কমানোর প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এই কারণে কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত কয়েক বছরে গুগল একাধিকবার কর্মী ছাঁটাই করেছে। ২০২৩ সালের জানুয়ারিতে তারা ১২,০০০ কর্মী ছাঁটাই করেছিল, যা তাদের মোট কর্মী সংখ্যার ৬ শতাংশ। এই ছাঁটাইয়ের মূল উদ্দেশ্য ছিল খরচ কমানো এবং এআই প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি।

২০২৪ সালের ডিসেম্বরে গুগল আবারও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়, যেখানে ব্যবস্থাপক, পরিচালক এবং ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদার ১০ শতাংশ কর্মী ছাঁটাই করা হয়। এই পদক্ষেপের পেছনে ছিল কর্মদক্ষতা বৃদ্ধি এবং খরচ কমানোর পরিকল্পনা।

বর্তমানে গুগল তাদের এআই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করছে, বিশেষত ওপেনএআই-এর মতো প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। চ্যাটজিপিটি এবং অন্যান্য এআই টুলের জনপ্রিয়তা গুগলকে তাদের নিজস্ব এআই প্রযুক্তি উন্নয়নে উদ্দীপ্ত করেছে। এই কারণে তারা খরচ কমাতে এবং কর্মদক্ষতা বাড়াতে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

গুগলের এই ছাঁটাইয়ের সিদ্ধান্তে কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই পরিবর্তনকে মেনে নিয়েছেন, আবার অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তবে গুগল তাদের এআই প্রযুক্তি উন্নয়নে অগ্রসর হচ্ছে এবং ভবিষ্যতে আরও নতুন প্রযুক্তি ও সেবা নিয়ে আসার পরিকল্পনা করছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা