প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৫:৪৮ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫ ১৫:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
অ্যামাজন তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সার নতুন সংস্করণ, ‘অ্যালেক্সা প্লাস’, মার্চ ২০২৫ থেকে চালু করতে যাচ্ছে। ২০২২ সালে কিছু সময়ের জন্য অ্যালেক্সা বন্ধ থাকার পর এটি আবার ফিরে এসেছে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক ইভেন্টে অ্যামাজন ঘোষণা করেছে যে, অ্যালেক্সা প্লাস ব্যবহারকারীদের ব্যক্তিগত পছন্দ ও প্রয়োজন অনুযায়ী আরও উন্নত সেবা প্রদান করবে।
কোম্পানিটির ভয়েস অ্যাসিস্ট্যান্টের দীর্ঘ প্রতীক্ষিত নতুন সংস্করণ অ্যালেক্সা প্লাস উন্মোচন করেছে অ্যামাজন। তাদের দাবি, ‘যে কোনও কিছু’ এর সঙ্গে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতির ফলে স্বাভাবিকভাবেই ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাপ বা সফটওয়্যারের সংখ্যা বেড়েছে, যেখানে গোটা বিশ্বে সবচেয়ে বেশিবার ডাউনলোড করা অ্যাপের মধ্যে চ্যাটজিপিটি ও ডিপসিক রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
অ্যালেক্সা প্লাস-এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নিরামিষাশী বা মাংসাশী খাদ্যাভ্যাসের মতো ব্যক্তিগত তথ্য শেয়ার করতে পারবেন, যা ভবিষ্যতে তাদের জন্য কাস্টমাইজড পরামর্শ দিতে সহায়ক হবে। এতে ‘নো মোর অ্যালেক্সা স্পিক’ নামক একটি ফিচার থাকবে, যা চালু করে ব্যবহারকারীরা আরও দীর্ঘ ও স্বাভাবিক কথোপকথন উপভোগ করতে পারবেন। অ্যালেক্সা প্লাস-এর মাধ্যমে দোকান থেকে পণ্য অর্ডার করা, স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করা এবং বাড়ির ক্যামেরার ফুটেজ দেখা যাবে। এছাড়া, এটি বিভিন্ন নথি বিশ্লেষণ ও সারসংক্ষেপ করতে সক্ষম হবে।
অ্যালেক্সা প্লাস মার্চ থেকে প্রাইম সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। প্রাইম সদস্য নন এমন ব্যবহারকারীরা প্রতি মাসে ১৯.৯৯ ডলার ফি দিয়ে এটি ব্যবহার করতে পারবেন। বর্তমানে এটি শুধুমাত্র আমেরিকান ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য, তবে যুক্তরাজ্যের মূল্য সম্পর্কে এখনও ঘোষণা করেনি অ্যামাজন।
অ্যামাজন তাদের আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স টিমের মাধ্যমে অ্যালেক্সাকে আরও উন্নত করতে কাজ করছে, যাতে এটি আরও প্রাকৃতিক ও বিশ্বাসযোগ্য প্রতিক্রিয়া দিতে সক্ষম হয়। চ্যাটজিপিটি ও ডিপসিকের মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে অ্যামাজন এই উদ্যোগ গ্রহণ করেছে।