প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৩:১৮ পিএম
ছবি : সংগৃহীত
ওপেনএআই তাদের এআই ভিডিও জেনারেটর ‘সোরা’কে সরাসরি চ্যাটজিপিটিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। এই তথ্য শুক্রবার ডিসকোর্ডে আয়োজিত অফিস আওয়ার্স সেশনে কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন।
বর্তমানে, সোরা শুধুমাত্র একটি পৃথক ওয়েব অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায়, যা গত ডিসেম্বরে চালু হয়েছিল। তবে ওপেনএআই-এর প্রোডাক্ট লিড রোহান সাহাই জানিয়েছেন, তারা চ্যাটজিপিটিতে সোরা যুক্ত করার জন্য কাজ করছে, তবে এটি কবে চালু হবে তা নির্দিষ্ট করে জানাননি।
চ্যাটজিপিটিতে সোরা যুক্ত হলে, ব্যবহারকারীরা সরাসরি ভিডিও তৈরি করতে পারবেন, যা চ্যাটজিপিটির জনপ্রিয়তা আরও বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি, এটি চ্যাটজিপিটি প্রিমিয়াম সাবস্ক্রিপশনে নতুন একটি সুবিধা হিসেবে যুক্ত হতে পারে।
এছাড়া, ওপেনএআই আরও পরিকল্পনা করছে সোরা দিয়ে ছবি তৈরিরও, যা বর্তমানে ড্যাল-ই ৩ চ্যাটজিপিটিতে করা হয়। তবে সোরা-চালিত ইমেজ জেনারেটর আরও বাস্তবসম্মত ছবি তৈরি করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। ওপেনএআই বর্তমানে সোরা টার্বো মডেলের নতুন সংস্করণ নিয়েও কাজ করছে, যা সোরা ওয়েব অ্যাপে ব্যবহৃত হচ্ছে।