প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৩:০৪ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বব্যাপী ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলিং সেবা স্কাইপ, ২০ বছর পর আগামী মে মাসে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে, আগামী মে মাস থেকে স্কাইপ আর ব্যবহারযোগ্য হবে। তবে স্কাইপের লগ ইন তথ্য দিয়ে বিনা মূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার করা যাবে। শিগগিরই উন্মুক্ত হবে এই সেবা।
স্কাইপের যাত্রা শুরু
২০০৩ সালে এস্তোনিয়ায় প্রথম চালু হয় স্কাইপ। এটি ইন্টারনেটভিত্তিক কলিং সেবা বিশেষত আন্তর্জাতিক কলিংকে সহজ ও সস্তা করে তুলেছিল। এর ফলে গ্রাহকরা সহজেই পৃথিবীর যে কোনো প্রান্তে কম খরচে যোগাযোগ করতে পারতেন। এর জনপ্রিয়তা দ্রুত বাড়তে শুরু করে, এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি বিশ্বজুড়ে এক শক্তিশালী যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিতি লাভ করে।
স্কাইপের অধিগ্রহণ এবং মাইক্রোসফটের অন্তর্ভুক্তি
২০০৫ সালে স্কাইপ কিনে নেয় ই-কমার্স জায়ান্ট ইবে। তবে, ২০০৯ সালে স্কাইপ এবং ইবের সম্পর্ক ভেঙে যায়, এবং ইবে স্কাইপের ৬৫ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়। এরপর ২০১১ সালে মাইক্রোসফট স্কাইপকে ৮.৫ বিলিয়ন বা ৮৫০ কোটি ডলারে অধিগ্রহণ করে। এটি ছিল মাইক্রোসফটের সবচেয়ে বড় একক অধিগ্রহণ, যা প্রযুক্তি বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়ায়।
স্কাইপের জনপ্রিয়তা হ্রাস এবং প্রতিদ্বন্দ্বীদের উত্থান
স্কাইপের জনপ্রিয়তা গত কয়েক বছরে কমতে শুরু করে, বিশেষ করে কোভিড-১৯ মহামারির পর। নতুন প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলির উত্থান স্কাইপের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ কমিয়ে দেয়। জুম, গুগল মিট এবং সিসকো ওয়েবেক্সের মতো অ্যাপগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে, যা কোভিড পরবর্তী সময়ে অফিসিয়াল এবং ব্যক্তিগত যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি, অ্যাপল এবং মেটা ফেসটাইম ও হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলির উদ্ভবও স্কাইপের অবস্থানকে দুর্বল করে তোলে।
স্কাইপের বিদায় এবং মাইক্রোসফট টিমসের আগমন
দীর্ঘ ২০ বছর সেবা দেওয়ার পর বন্ধ হচ্ছে স্কাইপ। মাইক্রোসফট এখন টিমসের দিকে মনোযোগি হয়েছে, যা ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। মাইক্রোসফট টিমস, বিশেষত কর্পোরেট সেক্টরে, শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটির মাধ্যমে ভিডিও কনফারেন্স, চ্যাট, এবং কলিং সেবা পাওয়া যাচ্ছে।টিমস এর মাধ্যমে কার্যকরী এবং দ্রুত যোগাযোগ সম্ভব হচ্ছে, যা স্কাইপের চেয়ে অনেক বেশি উন্নত এবং সমৃদ্ধ।
স্কাইপের সাফল্য এবং অবদান
স্কাইপ আধুনিক যোগাযোগের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি ছিল প্রথম প্ল্যাটফর্ম যা যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন মাপকাঠি স্থাপন করেছিল। বিশেষ করে যারা আন্তর্জাতিক কলিংয়ের জন্য স্কাইপ ব্যবহার করতেন, তাদের জন্য এটি ছিল এক ধরনের বিপ্লব। তাছাড়া, এর মাধ্যমে একাধিক প্রজন্মের মানুষের মধ্যে প্রযুক্তির সঙ্গে পরিচিতির সুযোগ তৈরি হয়েছিল, যা আজকের ডিজিটাল বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।