× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১৬:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। মেটা আগামী বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো একটি আলাদা অ্যাপ উন্মোচন করার পরিকল্পনা করছে। খবর সিএনবিসি।

বর্তমানে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে মেটার এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবে এর কোনো আলাদা মোবাইল বা ডেস্কটপ অ্যাপ নেই। তাই মেটার জন্য বড় পদক্ষেপ হতে যাচ্ছে এটি। এই অ্যাপ প্রকাশ করলে ওপেনএআই চ্যাটজিপিটির সঙ্গে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে মেটা। 

এদিকে, মেটার সম্ভাব্য আলাদা অ্যাপের খবর প্রকাশিত হওয়ার পর এক পোস্টে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেন, ‘ঠিক আছে, হয়তো আমরাও একটি সামাজিক অ্যাপ বানাব।’

যারা নিয়মিত মেটা এআই ব্যবহার করেন, তাদের জন্য বেশ সুবিধাজনক হতে পারে এই আলাদা মোবাইল অ্যাপ। সামাজিক মিডিয়া অ্যাপগুলোর মধ্যে মেটা এআইয়ের উপস্থিতি অনেকটা সুবিধাজনক হলেও মাঝে মাঝে বিরক্তিকরও হয়ে ওঠে এটি। বিশেষত যদি মেটা এআই একটি স্বতন্ত্র মোবাইল অ্যাপ হিসেবে আসে, তবে এটি ব্যবহারকারীরা আরও সহজে ব্যবহার করতে পারবে। কারণ মেটা এআই এখন ফেসবুক অ্যাকাউন্টে লগইন করার প্রয়োজন হয়।

তবে, অ্যাপটি কবে উন্মোচন হবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি মেটা।

মেটার সিইও মার্ক জাকারবার্গসহ অনেক প্রযুক্তি নির্বাহীই মনে করেন যে, এআই হলো প্রযুক্তির ভবিষ্যৎ। এই খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে তারা প্রস্তুত। মেটার সর্বশেষ আয় প্রতিবেদনে বলা হয়েছে, তারা তাদের জেনারেটিভ এআই এবং মূল ব্যবসায়ে ৬৫ বিলিয়ন ডলার বা ৬ হাজার ৫৯৯ কোটি ডলার পর্যন্ত ব্যয় করবে।

তবে মেটার এআই যাত্রা বেশ কঠিন। কারণ কোম্পানিটির সামাজিক অ্যাপগুলোতে মেটা এআই যুক্তের ফলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল। এই যোগসূত্রকে অপ্রয়োজনীয় ও অপ্রত্যাশিত মনে করেছিলেন অনেক ব্যবহারকারী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা