প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১২:৩৫ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫ ১২:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
শুধু সরকারি ছুটি দেখাবে গুগল ক্যালেন্ডার
গুগল তাদের ক্যালেন্ডার থেকে ব্ল্যাক হিস্ট্রি মান্থ, প্রাইড মান্থ, উইমেন্স হিস্ট্রি মান্থসহ বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিবস সরিয়ে দিয়েছে।
এখন থেকে গুগল ক্যালেন্ডারে শুধু সরকারি ছুটি ও জাতীয় পর্যায়ের দিবসগুলো দেখানো হবে, যা timeanddate.com থেকে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শত শত বৈশ্বিক দিবস ম্যানুয়ালি ব্যবস্থাপনা করা সম্ভব নয়, তবে ব্যবহারকারীরা চাইলে এসব দিবস নিজে ম্যানুয়ালি যুক্ত করতে পারবে।
উন্মুক্ত হলো গ্রোক-৩-এর ভয়েস অ্যাসিস্ট্যান্ট
এক্সএআইয়ের এআই চ্যাটবট গ্রোক-৩-এর ভয়েস অ্যাসিস্ট্যান্ট মোড প্রাথমিক পরীক্ষার জন্য উন্মুক্ত করা হয়েছে।
ব্যবহারকারীদের স্বাভাবিক কথোপকথনের ভাষায় এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যোগাযোগ করার সুযোগ দেবে বহুলপ্রতীক্ষিত ফিচারটি। এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক জানান, এর লক্ষ্য হলো প্রযুক্তির সঙ্গে মানুষের যোগাযোগ আরও স্বচ্ছন্দ ও সহজতর করা। তবে এখনও এতে কিছু বাগ বা ত্রুটি থাকতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
সফটওয়্যার এবং রোবট নিয়ন্ত্রণে মাইক্রোসফটের নতুন এআই ‘ম্যাগমা’
মাইক্রোসফট নতুন এআই মডেল ‘ম্যাগমা’ তৈরি করেছে, যা সফটওয়্যার এবং রোবট নিয়ন্ত্রণে ব্যবহৃত হবে।
এ মডেল ভাষা, ছবি ও ভিডিও বিশ্লেষণ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে সক্ষম, যা বর্তমান মাল্টিমোডাল এআই প্রযুক্তির তুলনায় উন্নত। ম্যাগমার উন্নয়নে মাইক্রোসফটের সহযোগিতায় কাজ করছে কোরিয়ান অ্যাডভানস্ড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। ম্যাগমা জটিল কাজ একাধিক ধাপে সম্পন্ন করতে সক্ষম এবং এটি উৎপাদন, স্বাস্থ্যসেবা ও রোবটিকসের মতো বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারবে।
৩০ দিন পর ডিলিট হবে ফেসবুক লাইভ ভিডিও
ফেসবুক তাদের লাইভ ভিডিও স্টোরেজ নীতিমালা পরিবর্তন করেছে।
১৯ ফেব্রুয়ারি থেকে লাইভ ভিডিওগুলো ৩০ দিন পর্যন্ত ফেসবুকে দেখা যাবে, এরপর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এ পরিবর্তন আনা হয়েছে, কারণ বেশিরভাগ লাইভ ভিডিও প্রথম কয়েক সপ্তাহে সবচেয়ে বেশি ভিউ পায়। ৩০ দিনের পর পুরোনো লাইভ ভিডিওগুলো মুছে ফেলা হবে, তবে ব্যবহারকারীকে নোটিফিকেশন দিয়ে জানানো হবে এবং ৯০ দিনের মধ্যে ডাউনলোড বা ট্রান্সফার করার সুযোগ থাকবে। ফেসবুক একটি নতুন টুলও চালু করেছে, যা লাইভ ভিডিও ডাউনলোড আরও সহজ করবে।