প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১২:২০ পিএম
ছবি : সংগৃহীত
দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন নতুন ল্যাপটপ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘আইডিয়াপ্যাড স্লিম ৫আই’ মডেলের এ ল্যাপটপটি উন্নত গ্রাফিকস ও ভিডিও সম্পাদনায় দারুণ কার্যকর।
১৬ ইঞ্চির আইপিএস অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লেতে ৩০০ নিটস ব্রাইটনেস থাকায় এতে উচ্চমানের ছবি ও ভিডিও উপভোগ করা সম্ভব। টিইউভি লো ব্লুলাইট প্রযুক্তির ফলে দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ওপর চাপ কম পড়ে। এ ছাড়া এতে সেন্সরযুক্ত আইআর ওয়েবক্যাম, উইন্ডোজ হ্যালো ফেস লক ও ডলবি স্পিকার রয়েছে, যা ব্যবহারকারীদের নিরাপত্তা ও অডিও অভিজ্ঞতায় ভিন্ন মাত্রা যুক্ত করে।
উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম চালিত এ ল্যাপটপে রয়েছে ৪.৫ গিগাহার্টজ গতির ইন্টেল কোর আলট্রা ফাইভ প্রসেসর, ১৬ গিগাবাইট ডিডিআর৫এক্স র্যাম এবং ৫১২ গিগাবাইট এসএসডি। প্রয়োজনে রয়েছে স্টোরেজ বাড়ানোর সুযোগও।
ল্যাপটপটির মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা, সঙ্গে মিলবে দুই বছরের বিক্রয়োত্তর সেবা।