× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেটার প্রথম জেনারেটিভ এআই ডেভেলপার সম্মেলনের ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১২:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মেটা প্রথমবারের মতো জেনারেটিভ এআই ডেভেলপারদের জন্য ‘লামাকন’ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে, যা ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। লামা (Llama) এআই মডেলের নামে এ সম্মেলনের নামকরণ করা হয়েছে।

মেটা জানিয়েছে, তারা ওপেন-সোর্স এআই উন্নয়ন নিয়ে সর্বশেষ তথ্য শেয়ার করবে, যা ডেভেলপারদের নতুন অ্যাপ ও পণ্য তৈরিতে সহায়তা করবে। বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। এদিকে, মেটার বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘মেটা কানেক্ট’ যথারীতি সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।

মেটার ওপেন-সোর্স এআই বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। গ্লোবালমানি স্যাক্স, নমুরা হোল্ডিংস, এটিঅ্যান্ডটি, ডোরড্যাশ, অ্যাকসেঞ্চারসহ ২৫টির বেশি প্রতিষ্ঠান লামা মডেল ব্যবহার করছে। মেটার দাবি, এটি শত শত মিলিয়ন বার ডাউনলোড হয়েছে এবং এনভিডিয়া, ডেল, ডেটাব্রিকস ও স্নোফ্লেকের মতো প্রতিষ্ঠান এটির হোস্ট করছে।

তবে চীনা এআই কোম্পানি ডিপসিকের অগ্রগতির ফলে মেটা প্রতিযোগিতার চাপ অনুভব করছে। ডিপসিকের নতুন এআই মডেল মেটার পরবর্তী লামা সংস্করণকেও ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মেটা দ্রুততার সঙ্গে বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য ‘ওয়ার রুম’ গঠন করেছে।

মেটা ২০২৫ সালের মধ্যে এআই প্রকল্পে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে, যার মধ্যে নতুন এআই ডেটা সেন্টার নির্মাণ ও বিশেষজ্ঞ নিয়োগ অন্তর্ভুক্ত থাকবে।

মার্ক জাকারবার্গ জানিয়েছেন, মেটা নতুন লামা মডেল উন্মোচন করবে, যাতে উন্নত রিজনিং ও মাল্টিমোডাল সক্ষমতা থাকবে। তবে কোম্পানিটি কপিরাইট লঙ্ঘন এবং ইউরোপীয় ইউনিয়নের ডেটা গোপনীয়তা সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা