গুগল ক্রোমে সেফ ব্রাউজিং
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১২:০৬ পিএম
ছবি : সংগৃহীত
অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করা আজকের যুগে অত্যন্ত জরুরি। ফিশিং, ম্যালওয়্যার ও অন্যান্য সাইবার হুমকি থেকে রক্ষা পেতে গুগল ক্রোমের সেফ ব্রাউজিং একটি কার্যকর ফিচার। সেফ ব্রাউজিং ফিচারটি ব্যবহার করে আপনি ম্যালওয়্যার, সন্দেহমূলক এক্সটেনশন, ফিশিং এবং অন্যান্য অনলাইন হুমকি থেকে সহজেই রক্ষা পেতে পারেন।
গুগল ক্রোমের সেফ ব্রাউজিং কীভাবে কাজ করে?
গুগল ক্রোমে সেফ ব্রাউজিং চালু থাকলে সন্দেহজনক সাইটে প্রবেশের সময় সতর্কবার্তা দেখায়, যেমন: Deceptive site ahead, The site ahead contains malware ইত্যাদি। এটি গুগলের সুরক্ষা ডাটাবেসের সঙ্গে ইউআরএল চেক করে ম্যালওয়্যার বা সন্দেহজনক সাইটগুলো ব্লক করতে সহায়তা করে।
সেফ ব্রাউজিং মোড
গুগল ক্রোমে দুই ধরনের সেফ ব্রাউজিং মোড আছেÑ
১. স্ট্যান্ডার্ড প্রটেকশন : এ মোডে গুগল সেফ ব্রাউজিং পূর্বে জানা ক্ষতিকর ওয়েবসাইট ও এক্সটেনশনগুলোর ব্যাপারে সতর্কতা প্রদান করে।
২. এনহ্যান্সড প্রটেকশন : এটি স্ট্যান্ডার্ড মোডের চেয়ে আরও উন্নত এবং রিয়েল-টাইমে নিরাপত্তা প্রদান করে। এতে ডাউনলোড করা ফাইল আরও ভালোভাবে স্ক্যান করা যায়।
কোন মোডটি ব্যবহার করবেন
যদি সর্বোচ্চ নিরাপত্তা চান, এনহ্যান্সড প্রটেকশন বেছে নিতে পারেন। তবে এতে গুগল ব্রাউজিং ডেটা বিশ্লেষণ করতে পারে, যা কিছু ব্যবহারকারীর জন্য অপছন্দের হতে পারে। স্ট্যান্ডার্ড প্রটেকশন কম তথ্য সংগ্রহ করে, কিন্তু এর নিরাপত্তা সীমিত।
ডেস্কটপে সেফ ব্রাউজিং চালু করতে
১. গুগল ক্রোম ওপেন করুন।
২. ওপরের ডান দিকের থ্রি-ডট আইকনে ক্লিক করুন এবং Settings-এ যান।
৩. Privacy & Security-অপশনে ক্লিক করুন।
৪. Safe Browsing নির্বাচন করে Standard Protection বা Enhanced Protection নির্বাচন করুন।
মোবাইলে সেফ ব্রাউজিং চালু করতে
১. ক্রোম অ্যাপ খুলুন।
২. থ্রি-ডট মেনু থেকে Privacy and Security অপশনে যান।
৩. Safe Browsing চালু করে পছন্দমতো মোড নির্বাচন করুন।
এভাবে সেফ ব্রাউজিং চালু করলে গুগল ক্রোমে আপনার অনলাইন অভিজ্ঞতা হবে নিরাপদ ও সুরক্ষিত।