× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় ভাই গুগলে, ছোট ভাই মেটায়

নাবিলা বুশরা

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১১:৫৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফেসবুকের মূল প্রতিষ্ঠান ও বিশ্বখ্যাত টেক জায়ান্ট মেটা এবং মাইক্রোসফটে কাজ করার সুযোগ পেয়েছেন চট্টগ্রামের ছেলে গাজী মোহাইমিন ইকবাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাইমিন। তার বড় ভাই ইয়ামিন ইকবাল বিশ্বের সর্ববৃহৎ জনপ্রিয় টেক জায়ান্ট গুগলে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। মোহাইমিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বর্তমানে দেশটির সান জোসে স্টেট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর করছেন। এর মধ্যেই একইসঙ্গে ডাক পান দুই জনপ্রিয় টেক জায়ান্ট মেটা ও মাইক্রোসফটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তবে বেছে নেন মেটাকে। ফেব্রুয়ারির ১৮ তারিখে বিশ্বখ্যাত টেক জায়ান্ট মেটায় যোগ দিয়েছেন মোহাইমিন।

মোহাইমিনের বড় ভাই ইয়ামিন ইকবাল ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। গুগলে চাকরি পান ২০২০ সালে। বড় ভাইকে দেখেই প্রোগ্রামিংয়ের প্রতি ভালোবাসা জন্মে মোহাইমিনের। চবিতে অধ্যয়নকালে বেশ কয়েকবার ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্টে শীর্ষস্থান দখল করেছেন মোহাইমিন। স্বপ্ন ছিল বিশ্বখ্যাত টেক জায়ান্টে কাজ করার। মেটায় যোগদানে সে স্বপ্ন পূরণ হলো তার। মেটার মতো বিশ্ববিখ্যাত জনপ্রিয় টেক জায়ান্ট কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত হতে পারা শুধু মোহাইমিন নন, বরং গোটা বাংলাদেশের জন্যও গর্বের বিষয়।

এ ব্যাপারে মোহাইমিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, বিশ্বের দুই টেক জায়ান্ট মেটা ও মাইক্রোসফটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব পাই। আমি মেটার প্রস্তাব গ্রহণ করি। ১৮ ফেব্রুয়ারি মেটায় যোগ দিই। আশা করছি একদিন বাংলাদেশের নিজস্ব টেক জায়ান্ট থাকবে; যা সারা বিশ্বের মানুষ ব্যবহার করবে। গর্ব করে আমরা বলতে পারব এটি বাংলাদেশ থেকে এসেছে।’

পরিশ্রম স্বপ্নকে বড় করতে শেখায় জানিয়ে চবির শিক্ষার্থী মোহাইমিন বলেন, ‘সফলতা পরিশ্রমের মধ্য দিয়েই আসে। সব সময় কঠোর পরিশ্রমের মানসিকতা থাকতে হবে। কেউ যদি গুগল, মেটা কিংবা মাইক্রোসফটে আসতে চান, তবে প্রোগ্রামিং খুব মনোযোগ দিয়ে শিখতে হবে, ইংলিশে কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে আর থাকতে হবে প্রবলেম সলভিংয়ের দক্ষতা। কম্পিউটার সায়েন্সেই পড়তে হবে এমন কোনো নিয়ম নেই। অন্য বিভাগ থেকে, প্রোগ্রামিং ভালো জেনেও এসব প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়া যায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা