× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইনে থেকেও হোয়াটসঅ্যাপে অফলাইনে দেখাবেন যেভাবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৭ পিএম

অনলাইনে থেকেও হোয়াটসঅ্যাপে অফলাইনে দেখাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ চালু করলেই স্বয়ংক্রিয়ভাবে আপনার অনলাইন স্ট্যাটাস জানতে পারেন অন্য ব্যবহারকারীরা। অর্থাৎ আপনি কখন অনলাইনে আছেন বা অ্যাপটিতে সর্বশেষ কখন সক্রিয় (লাস্ট সিন) ছিলেন তা জেনে যান তাঁরা। তাই এসব ফিচার চালু থাকলে ব্যক্তিগত গোপনীয়তায় বিঘ্ন হতে পারে। তবে ফিচারগুলো বন্ধ করারও সুযোগ রেখেছে হোয়াটসঅ্যাপ। ফিচারগুলো বন্ধ করে নিজেকে অফলাইনে দেখাতে পারবেন।

এ ছাড়া অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন অপশনটি কাস্টমাইজও করা যায়। তাই অ্যাপটিতে অনলাইন বা সর্বশেষ সক্রিয় থাকার তথ্যগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের জন্য লুকাতে পারবেন অথবা আত্মীয় বা বন্ধুদের জন্য দৃশ্যমানও রাখতে পারবেন। ফলে অবিশ্বস্ত ব্যক্তিদের নজরদারি থেকে মুক্তি পাবেন।

অনলাইন বা লাস্ট সিন ফিচার বন্ধ করবেন যেভাবে

১. হোয়াটসঅ্যাপ চালু করুন।

২. অ্যান্ড্রয়েড ওপরের ডান কোনায় থাকার ‘তিন ডটস’ অপশনে ট্যাপ করুন। এখন একটি মেনু চালু হবে। আইফোন ব্যবহারকারীরা ধাপটি বাদ দিতে পারেন।

৩. অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সেটিংস অপশনে ট্যাপ করুন। আইফোনে হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে সেটিংস অপশনটি দেখতে পারবেন।

৪. এখন ‘প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন।

৫. এরপর ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’ অপশনে ট্যাপ করুন।

৬. এখন ‘হু ক্যান সি মাই লাস্ট সিন’ সেকশনের নিচে থাকা ‘নোবডি’ অপশন নির্বাচন করুন। এর ফলে অ্যাপটিতে সর্বশেষ কখন সক্রিয় ছিলেন তা অন্যরা জানতে পারবেন না।

৭. এবার ‘হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন’ সেকশনের নিচে থাকা ‘সেম অ্যাজ লাস্ট সিন’ অপশন নির্বাচন করুন। এর ফলে অ্যাপটিতে অনলাইনে থাকলেও তা অন্যরা জানতে পারবেন না।

নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অনলাইন ও লাস্ট সিন স্ট্যাটাস লুকাবেন যেভাবে

১. উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।

২. এখন ‘হু ক্যান সি মাই লাস্ট সিন’ সেকশনের নিচে থাকা ‘মাই কন্টাক্টস এক্সসেপ্ট’ অপশন নির্বাচন করুন। এর ফলে আপনার হোয়াটসঅ্যাপ কন্টাক্টসের তালিকা দেখাবে।

৩. যেসব কন্টাক্টের কাছে থেকে লাস্ট সিন স্ট্যাটাস লুকাতে চান সেসব কন্টাক্টের ওপর ট্যাপ করুন।

৪. এরপর ডান পাশের নিচে থাকা ঠিক চিহ্নে ট্যাপ করুন। ফলে এসব কন্টাক্ট আর আপনার লাস্ট সিন স্ট্যাটাস দেখতে পারবে না।

৫. আর একই কন্টাক্টগুলোর কাছে থেকে অনলাইন স্ট্যাটাস লুকাতে চাইলে ‘হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন’ সেকশনের নিচে থাকা ‘সেম অ্যাজ লাস্ট সিন’ অপশন নির্বাচন করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা