× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকরি খোঁজার এআই টুল আনছে গুগল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২২ পিএম

‘ক্যারিয়ার ড্রিমার’ জেমিনি প্রযুক্তির মাধ্যমে কভার লেটার এবং জীবনবৃত্তান্ত তৈরিতেও সহযোগিতা করবে। ছবি : সংগৃহীত

‘ক্যারিয়ার ড্রিমার’ জেমিনি প্রযুক্তির মাধ্যমে কভার লেটার এবং জীবনবৃত্তান্ত তৈরিতেও সহযোগিতা করবে। ছবি : সংগৃহীত

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিয়েছে গুগল। গুগল চাকরি খোঁজার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) টুল ‘ক্যারিয়ার ড্রিমার’ চালু করতে যাচ্ছে। টুলটি চাকরি খোঁজা এবং আবেদনের প্রক্রিয়াকে আরও সহজ করবে। এই টুলটি ব্যবহারকারীর অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং আগ্রহ বিশ্লেষণ করে সঠিক চাকরির সন্ধান দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। 

গুগলের তথ্য অনুযায়ী, ‘ক্যারিয়ার ড্রিমার’ ব্যবহারকারীদের তাদের দক্ষতাগুলো চিহ্নিত করতে এবং সেগুলোকে পেশাগত জীবনের সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করবে। এটি চাকরি বাজারের তথ্য বিশ্লেষণ করে পেশা গঠনে সহায়তা করবে এবং সাক্ষাৎকারের প্রস্তুতির ক্ষেত্রেও কাজ করবে।

এই টুলটি জেমিনি প্রযুক্তির মাধ্যমে কভার লেটার লিখে দেওয়ার পাশাপাশি জীবনবৃত্তান্তও তৈরি করবে। তবে এটি প্রচলিত চাকরি খোঁজার প্ল্যাটফর্ম যেমন লিংকডইন বা ইনডিডের মতো সরাসরি চাকরির বিজ্ঞাপন দেখাবে না। বরং, এটি ব্যবহারকারীর দক্ষতার ভিত্তিতে সম্ভাব্য চাকরির তালিকা প্রদান করবে।

‘ক্যারিয়ার ড্রিমার’ টুলটি ব্যবহারকারীদের পেশাগত যোগ্যতার সাথে সঙ্গতিপূর্ণ ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিবে এবং স্থানীয় চাকরির সন্ধানও করবে। যদি ব্যবহারকারী নতুন কোনো পেশার বিষয়ে জানতে চান, তবে সে তথ্যও জানা যাবে। বর্তমানে, এই টুলটি পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে, তবে গুগল এই টুলটির আন্তর্জাতিক সংস্করণ কবে চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা