× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পারপ্লেক্সিটি নিয়ে আসলো এআই-চালিত এজেন্টিক ওয়েব ব্রাউজার ‘কমেট’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২১ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পারপ্লেক্সিটি তাদের নতুন এআই-চালিত এজেন্টিক ওয়েব ব্রাউজার ‘কমেট’ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) পারপ্লেক্সিটি ‘কমেট’ এর বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এখন থেকে আগ্রহীরা এর প্রাথমিক ব্যবহারকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সাইন আপ করতে পারবেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। 

পারপ্লেক্সিটির কো-ফাউন্ডার এবং সিইও আরাভিন্দ শ্রীনিবাস এক লিঙ্কডইন পোস্টে উল্লেখ করেছেন, ‘পারপ্লেক্সিটি খুব শীঘ্রই একটি নতুন এজেন্টিক ব্রাউজার (কমেট)চালু করতে যাচ্ছে! এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৌশল উদ্যোগ। আমাদের সাথে যোগ দিন এবং আমরা একসাথে ভবিষ্যতের ইন্টারনেট ব্রাউজিংয়ের ধারণা তৈরি করতে পারব, যেখানে AI আমাদের জন্য গভীর গবেষণায় কাজ করবে।’

তবে, এখন পর্যন্ত এটি স্পষ্ট নয় যে ‘কমেট’ ব্রাউজারটি শুধুমাত্র স্মার্টফোনে থাকবে, না কি এটি উইন্ডোজ ও ম্যাকওএসের মতো অন্যান্য অপারেটিং সিস্টেমেও পাওয়া যাবে। এছাড়া, এটি গুগল ক্রোমের ওপেন সোর্স ভিত্তিতে তৈরি হবে কিনা, তাও পরিষ্কার নয়।

পারপ্লেক্সিটির আসন্ন ব্রাউজার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। জানা গেছে ‘কমেট’ এর এজেন্টিক এআই সক্ষমতা এবং কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার সম্ভাবনা রয়েছে। ‘কমেট’ ব্রাউজারটি গুগল ক্রোমের মতো প্রতিষ্ঠিত ওয়েব ব্রাউজারের পাশাপাশি ‘দিয়া’ নামে একটি নতুন এআই ওয়েব ব্রাউজারের সঙ্গে প্রতিযোগিতা করবে। 

প্রসঙ্গত, পারপ্লেক্সিটি ২০২২ সালে প্রতিষ্ঠিত একটি স্টার্টআপ। এটি এআই-চালিত অ্যাপ্লিকেশনের জন্য পরিচিত। পারপ্লেক্সিটি চ্যাটজিপিটি এবং ডিপসিক এর মতো বৃহৎ ভাষার মডেল ব্যবহার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা