× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনে জাগো ফাউন্ডেশন ও টিকটকের উদ্যোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশের তরুণদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনের লক্ষ্যে জাগো ফাউন্ডেশন ও টিকটকের উদ্যোগে ঢাকার বনানীতে ‌‘জাতীয় সংলাপ : যুব সমাজ ও অনলাইন নিরাপত্তা’ শিরোনামে একটি গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

এই সংলাপে নীতিনির্ধারক, প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ, সাংবাদিক, একাডেমিক বিশেষজ্ঞ এবং যুব প্রতিনিধিরা একত্রিত হয়ে বাংলাদেশের বর্তমান ডিজিটাল নিরাপত্তা পরিস্থিতি ও কীভাবে এই পরিস্থিতি আরও উন্নত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

এই সংলাপ ২০২২ সালে চালু হওয়া জাগো ফাউন্ডেশন ও টিকটকের ‘সাবধানে অনলাইনে’ প্রকল্পের একটি অংশ। ২০২৪ ও ২০২৫ সালে ‘সাবধানে অনলাইনে’ প্রকল্পের ইয়ুথ অ্যাম্বাসেডররা দেশের ৬৪টি জেলার ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন এবং প্রায় ১,০০,০০০ শিক্ষার্থীকে সরাসরি অনলাইন নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতন করেছেন।

সংলাপে ‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইনটির সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিশদ আলোচনা করা হয়।

গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা বাংলাদেশের বর্তমান ডিজিটাল ঝুঁকি, সাইবার বুলিং, ভুল তথ্যের প্রসার এবং ডাটা প্রাইভেসি ইস্যু নিয়ে তাদের মতামত তুলে ধরেন। পাশাপাশি, সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ কীভাবে তরুণদের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে পারে, সে বিষয়ে সুপারিশ উপস্থাপন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা