প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২০ পিএম
ছবি : সংগৃহীত
মার্কিন ই কমার্স কোম্পানি অ্যামাজন এ বছরের অগাস্ট মাস থেকে অ্যান্ড্রয়েডের জন্য তাদের অ্যাপস্টোরটি বন্ধ করে দেবে। এ বিষয়ে কোম্পানিটি ডেভেলপারদের কাছে একটি নোটিশ পাঠিয়েছে। খবর টেক ক্রাঞ্চ। এতে উল্লেখ করা হয়, ‘অ্যামাজন অ্যাপস্টোর’-এ আর নতুন কোনও অ্যাপ জমা দিতে পারবেন না তারা।
কোম্পানিটি তাদের এক সাপোর্ট পেইজে বলেছে, নিজেদের ডিজিটাল মুদ্রা ‘অ্যামাজন কয়েন’ও বন্ধ করে দেবে তারা, যা মূলত অ্যাপ স্টোরটি থেকে গেইম ও অ্যাপ কেনার জন্য ব্যবহার করতেন ব্যবহারকারীরা।
তবে, অ্যামাজন অ্যাপস্টোরটি ‘ফায়ার টিভি’ এবং ‘ফায়ার ট্যাবলেট’-এ থাকছে, তাই এই ডিভাইসগুলোতে ব্যবহারকারীরা অ্যাপস্টোর ব্যবহার করতে পারবেন।
নোটিশে অ্যামাজন বলেছে, '২০২৫ সালের ২০ অগাস্ট থেকে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আর অ্যামাজন অ্যাপস্টোর-এ প্রবেশ করতে পারবেন না। ২০২৫ সালের ২০ অগাস্ট থেকে অ্যামাজন কয়েন প্রোগ্রামটিও বন্ধ করে দেবো আমরা।'
কোম্পানিটি বলেছে, ২০ অগাস্টের মধ্যে ব্যবহারকারীদের কয়েন ফেরত দেবে তারা। অ্যামাজন ডিভাইসের বাইরে খুব কম সংখ্যক গ্রাহকই তাদের এই অ্যাপ স্টোরটি ব্যবহার করেছেন।
এ বিষয়ে অ্যামাজনের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের নিজস্ব ডিভাইসে থাকা অ্যাপস্টোরটির অভিজ্ঞতার ওপর মনোযোগ দিতে অ্যান্ড্রয়েডে অ্যামাজন অ্যাপস্টোরটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছি আমরা। কারণ, বর্তমানে আমাদের বেশিরভাগ গ্রাহকই এর সঙ্গে যুক্ত রয়েছেন।’