× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো ১১তম ডিজিটাল সামিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে ২২ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ আয়োজন ডিজিটাল সামিটের ১১তম সংস্করণ। ‘ডিজিটাল রেনেসাঁ: ইনোভেটিং ফর টুমরো’স কনজিউমার’ এই প্রতিপাদ্য নিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবেশনায় আয়োজিত হয় এই সামিট। এতে দুটি কিনোট সেশন, চারটি প্যানেল আলোচনা ও দুটি ইনসাইট অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ এবং ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিইও সাজিদ মাহবুব বলেন, ‘ডিজিটাল পরিবর্তন এখন আর বিকল্প নয়, এটি অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের উদ্ভাবনী হতে হবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।’ তিনি আরও জানান, সম্মেলনের উদ্দেশ্য হলো ডিজিটাল মার্কেটিংয়ের প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে নতুন চিন্তা তৈরি করা এবং ভোক্তাদের সঙ্গে কার্যকরী সংযোগ তৈরি করা।

১১তম ডিজিটাল সামিটে প্রধান বক্তা হিসেবে ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান জাভেদ আখতার এবং বিল্ডকন কনসালটেন্সিস লিমিটেডের প্রতিষ্ঠাতা মাহতাব উদ্দিন আহমেদ। জাভেদ আখতার কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটাভিত্তিক কৌশলের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং বলেন, ইউনিলিভার কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রমে গভীরভাবে সংযুক্ত হয়েছে। প্যানেল আলোচনাগুলোতে হাইপার পার্সোনালাইজেশন, ডেটাভিত্তিক ক্রিয়েটিভিটি, এবং ডিজিটাল মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে আলোচনা হয়।

প্যানেল আলোচনাগুলোতে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়। হাইপার পার্সোনালাইজেশন ও অভিজ্ঞতানির্ভর অর্থনীতির মতো প্রাসঙ্গিক বিষয়ের পাশাপাশি ডেটাভিত্তিক ক্রিয়েটিভিটির চর্চায় উদ্ভাবনের গুরুত্ব এবং ডিজিটাল মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈপ্লবিক ভূমিকার মতো বিষয়গুলো আলোচিত হয়। প্যানেল আলোচনা ও ইনসাইট সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের করপোরেট খাতের বিশেষজ্ঞরা।

আয়োজনটির অফিশিয়াল ক্যারিয়ার অংশীদার টারকিশ এয়ারওয়েজ, হসপিটালিটি অংশীদার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, নলেজ অংশীদার মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ, টেকনোলজি অংশীদার আমরা টেকনোলজিস লিমিটেড ও পিআর অংশীদার হিসেবে ছিল ব্যাকপেজ পিআর।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা