প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
মাইক্রোসফট সফটওয়্যার ও রোবট নিয়ন্ত্রণের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘ম্যাগমা’ নিয়ে কাজ করছে। মাইক্রোসফট রিসার্চের অধীনে তৈরি এই মডেল ভিজ্যুয়াল এবং ভাষাগত প্রক্রিয়াকরণের ক্ষমতা একত্রিত করে, যা সফটওয়্যার এবং হার্ডওয়্যার উভয় ক্ষেত্রেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম।
বর্তমানে, বেশিরভাগ মাল্টিমোডাল এআই প্রযুক্তি আলাদা আলাদা মডেলের ওপর নির্ভরশীল, যা বিভিন্ন তথ্য বিশ্লেষণ এবং কার্য সম্পাদন করে। তবে ম্যাগমা একই সময়ে ভাষা, ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে এবং তাৎক্ষণিকভাবে সফটওয়্যার পরিচালনা বা রোবট নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নিতে পারে। ম্যাগমার উন্নয়নে মাইক্রোসফটের সঙ্গে কাজ করেছে কোরিয়া, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং কোরিয়ান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
এই এআই মডেল একাধিক ধাপে জটিল কাজ সম্পাদন করতে সক্ষম। এটি শুধুমাত্র নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া বা একক নির্দেশের বাইরে স্বয়ংক্রিয়ভাবে পরিকল্পনা করতে পারে। ম্যাগমা ভাষাগত এবং ভিজ্যুয়াল তথ্য বিশ্লেষণ করে কার্য সম্পাদন করতে পারে, যা ভার্চুয়াল এবং বাস্তব উভয় ক্ষেত্রেই কার্যকরী ভূমিকা রাখতে পারে। এর ফলে এটি উৎপাদন, স্বাস্থ্যসেবা, রোবটিকস এবং ডিজিটাল অটোমেশনসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সহায়ক হতে পারে।
অন্য প্রতিষ্ঠানগুলোও এআই প্রযুক্তির উন্নয়নে এগিয়ে রয়েছে, যেমন ওপেনএআই, তারা ‘অপারেটর’ প্রকল্পের মাধ্যমে ওয়েব ব্রাউজারে স্বয়ংক্রিয় কার্য সম্পাদনের জন্য এআই তৈরি করছে। গুগল তাদের জেমিনি ২.০ প্রকল্পের মাধ্যমে উন্নত এজেন্টিক এআই তৈরির দিকে কাজ করছে। তবে মাইক্রোসফটের দাবি, ম্যাগমার বিশেষত্ব হলো এটি একসঙ্গে তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তব পরিবেশে কার্যকরভাবে কাজ করতে সক্ষম, যা শিল্পকারখানা থেকে শুরু করে বিভিন্ন বাস্তব প্রয়োজনে ভূমিকা রাখতে পারে।