প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৭ পিএম
ছবি : সংগৃহীত
মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ইনস্টাগ্রাম’। ইনস্টাগ্রাম তার ডিএম (ডিরেক্ট মেসেজ) ফিচারে বেশ কিছু নতুন এবং আকর্ষণীয় সুবিধা যুক্ত করেছে। এসব নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের চ্যাটিং আরও সহজ, মজাদার এবং ব্যক্তিগতকৃত হয়ে উঠবে।
চলুন, জেনে নেওয়া যাক ইনস্টাগ্রামের নতুন ফিচার সম্পর্কে-
মিউজিক স্টিকার
এখন ইনস্টাগ্রাম চ্যাটে পাঠানো যাবে মিউজিক স্টিকার। আপনি যেকোনো স্টিকারের সঙ্গে পছন্দমতো গান যোগ করতে পারবেন এবং পাঠানোর আগে সেই স্টিকারের প্রিভিউ দেখতে পারবেন। এটি চ্যাটকে আরও প্রাণবন্ত এবং আকর্ষণীয় করে তোলে।
শিডিউল মেসেজ
অনেক সময় এমন হয়, যেকোনো জরুরি মেসেজ রাতে পাঠানোর প্রয়োজন হয়, কিন্তু সময়মতো মনে রাখা সম্ভব হয় না। ইনস্টাগ্রাম নতুন ফিচার হিসেবে মেসেজ শিডিউল করার সুবিধা নিয়ে এসেছে। এর মাধ্যমে আপনি সহজেই একটি নির্দিষ্ট সময়ের জন্য মেসেজ শিডিউল করতে পারবেন, যাতে ভুলে না যান।
পিনড চ্যাট
হোয়াটস অ্যাপে পিনড মেসেজের সুবিধা তো রয়েছে, এবার ইনস্টাগ্রামেও আপনি চ্যাট পিন করতে পারবেন। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ মেসেজগুলো দ্রুত অ্যাক্সেস করার জন্য উপকারী হবে।
কিউআর কোড
গ্রুপ চ্যাটের জন্য ইনস্টাগ্রাম কিউআর কোড ফিচার যুক্ত করেছে। এর মাধ্যমে আপনি গ্রুপ চ্যাটে সহজেই নতুন সদস্যদের যোগ করতে পারবেন। গ্রুপের নামের উপর ট্যাপ করে, ইনভাইট লিংকে ক্লিক করে, কিউআর কোড শেয়ার করতে পারবেন এবং কোনো ব্যক্তিকে গ্রুপে যোগ করতে পারবেন।
এই নতুন ফিচারগুলো ইনস্টাগ্রামের চ্যাটিং অভিজ্ঞতাকে অনেক বেশি ইন্টারেক্টিভ, সহজ এবং আকর্ষণীয় করে তুলছে। এতে ব্যবহারকারীরা তাদের মেসেজিং অভিজ্ঞতাকে আরও কাস্টমাইজড ও আনন্দদায়কভাবে উপভোগ করতে পারবেন।