× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের অফিসে ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করা যাবে না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ‘চ্যাটজিপিটি’, ‘ডিপসিক’-এর মতো অ্যাপ্লিকেশনগুলো অফিসের কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে ব্যবহার করা যাবে না বলে সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়। এর কারণ হিসেবে বলা হয়েছে, আশঙ্কা করা হচ্ছে ওই অ্যাপগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হতে পারে।

সম্প্রতি দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সই করা এমন নির্দেশনা জারি করা হয়। ওই নির্দেশনায় বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ কোনো অ্যাপ অফিসে ব্যবহার করা হলে সরকারি গোপন নথি এবং তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে অফিসের কম্পিউটারে রাখা যাবে না ‘চ্যাটজিপিটি’, ‘ডিপসিক’ এর মতো এআই অ্যাপ্লিকেশন বা অ্যাপ।

এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিপদের আশঙ্কা করছে অস্ট্রেলিয়া এবং ইটালির মতো দেশগুলোও। দেশ দুইটিতে সরকারি অফিসে ‘ডিপসিক’ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে।

চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা করবে ভারতীয় বৃহৎ সংবাদমাধ্যমগুলোচ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা করবে ভারতীয় বৃহৎ সংবাদমাধ্যমগুলো

এর আগে, ‘চ্যাটজিপিটি’-র নির্মাতা সংস্থা ‘ওপেন এআই’ প্রধান স্যাম অল্টম্যানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যত নিয়ে যখন আলোচনা হচ্ছে, সেই সময়েই এআই নিয়ে এমন নির্দেশনা জারি করা হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা