প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৪ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
খাগড়াছড়িতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৃহৎ প্রযুক্তি-ভিত্তিক আয়োজন, ‘হিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যাল ২০২৫’। তরুণদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই কার্নিভ্যালটি ২২ ফেব্রুয়ারি খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এডুলাইফ আইটি ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞরা। এতে অংশগ্রহণকারীরা প্রযুক্তির নানা দিক, ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন এবং নেটওয়ার্কিং সম্পর্কিত আলোচনাসভা ও কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন।
প্রযুক্তির দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ
পার্বত্য অঞ্চলে তথ্যপ্রযুক্তির ব্যবহার অন্যান্য অঞ্চলের তুলনায় এখনও সীমিত। তরুণদের আইটি খাতে দক্ষ করে গড়ে তুলতে এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম, এ ব্যাপারে আয়োজকরা দৃঢ়বিশ্বাসী। এডুলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা, আমির হোসেন, জানান, এই অনুষ্ঠানকে আরও জাঁকজমকপূর্ণ করতে সবার অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন, যাতে এটি খাগড়াছড়ি আইটি কমিউনিটির জন্য নতুন ও উৎকর্ষময় কিছু নিয়ে আসে। তিনি আরও বলেন, এটি পার্বত্য অঞ্চলের প্রযুক্তিগত চর্চাকে পুরো দেশের সামনে তুলে ধরার একটি বড় সুযোগ।
কার্নিভ্যালে উপস্থিত থাকছেন যেসব বিশিষ্ট ব্যক্তিত্ব
‘হিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যাল’-এর অন্যতম মূল আকর্ষণ হচ্ছে প্রযুক্তি এবং উদ্যোক্তা খাতের শীর্ষ ব্যক্তিত্বদের উপস্থিতি। অনুষ্ঠানে থাকবেন প্রখ্যাত প্রোগ্রামার, উদ্যোক্তা, তথ্যপ্রযুক্তি বিষয়ক লেখক এবং ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং খাতের বিশেষজ্ঞরা।
তরুণদের মধ্যে তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ছে
গত বছর প্রথমবারের মতো আয়োজিত ‘হিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যাল’ ব্যাপক সাড়া ফেলেছিল এবং এবার আরও বড় আকারে আয়োজনের ফলে তরুণদের আগ্রহও অনেক বৃদ্ধি পেয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্নিভ্যালে অংশগ্রহণের জন্য প্রাক-নিবন্ধন বাধ্যতামূলক, এবং আসনসংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
প্রযুক্তিনির্ভর পেশা গড়তে এবং সম্ভাবনাময় এই খাত সম্পর্কে জানার জন্য পার্বত্য অঞ্চলের তরুণদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন হতে যাচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। অংশগ্রহণকারী সবার জন্য থাকবে তথ্যপ্রযুক্তিশিল্পের বিশেষজ্ঞদের কাছ থেকে নিজেদের ব্যবসা কিংবা পেশা গড়ার নানা দিকনিদের্শনা ও তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ।