প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৫ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৬ পিএম
ছবি : সংগৃহীত
মেটা এখন অগমেন্টেড রিয়েলিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি হিউম্যানয়েড রোবট তৈরিতে বড় বাজি ধরছে। এই রোবটগুলো মানুষের মতো কাজ করতে ও শারীরিক কাজে সহায়তা করতে পারবে।
এ জন্য মেটা তাদের ‘রিয়েলিটি ল্যাবস’ হার্ডওয়্যার বিভাগের অধীনে একটি নতুন দল গঠন করেছে।
এআই, সেন্সর ও সফটওয়্যার তৈরির পরিকল্পনা করছে। রোবটের কার্যক্রম উন্নত করতে তারা ইউনিট্রি রোবোটিক্স এবং ফিগার এআইসহ বিভিন্ন রোবোটিক্স কোম্পানির সঙ্গে আলোচনা শুরু করেছে।
মেটা হিউম্যানয়েড রোবট তৈরির জন্য সাড়ে ছয় হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা করছে। এটি নতুন হলেও, মেটা একাধিক গবেষণাপত্র প্রকাশ করছে এবং কয়েক বছরের মধ্যে বাজারে আসতে পারে এসব রোবট।