× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোবাইল ফোন কখন চার্জে দেওয়া উচিৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৮ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর মোবাইল ফোন সচল রাখতে আমরা প্রতিদিন ডিভাইসটি চার্জে দিয়ে থাকি। ভুল চার্জিংয়ের কারণে আপনার মোবাইলের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি তার সঠিক যত্ন নেওয়াও জরুরি।

মোবাইলের ব্যাটারি চার্জ করার সঠিক নিয়ম চলুন জেনে নেওয়া যাক-

ফোন চার্জিংয়ের সাধারণ ভুলগুলো

অনেকেই অল্প চার্জ কমলে বা ব্যাটারি একেবারে ০% হয়ে গেলে তবেই চার্জে বসান। আবার কেউ কেউ ১০০% চার্জ না হওয়া পর্যন্ত ফোন চার্জে রেখে দেন। এসব অভ্যাস দীর্ঘমেয়াদে ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে।

কত শতাংশ চার্জ থাকা অবস্থায় ফোন চার্জ দেওয়া উচিৎ

বিশেষজ্ঞদের মতে, ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে হলে ২০% চার্জ থাকতেই চার্জ দেওয়া উচিত এবং ৮০-৯০% পর্যন্ত চার্জ করা ভালো। এতে ব্যাটারির কার্যক্ষমতা দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকবে।

ফাস্ট চার্জিং ফোনের ক্ষেত্রে কী করবেন

যাদের ফোনে ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, তাদের জন্য ০% থেকে চার্জ শুরু করা ক্ষতিকর হতে পারে। কারণ এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায়। আবার ৮০% চার্জের পর ফোনের চার্জিং স্পিড কমতে থাকে, যা ব্যাটারির উপর চাপ ফেলে।

ওভারচার্জিং কি ক্ষতিকর

অনেকেই মনে করেন, ফোন ১০০% চার্জ হয়ে গেলে ওভারচার্জিং হয়, যা ক্ষতিকর। তবে আজকাল স্মার্টফোনে বিল্ট-ইন সুরক্ষা ফিচার থাকে, যা চার্জ সম্পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জিং বন্ধ করে দেয়। তবুও, ব্যাটারির দীর্ঘায়ু বাড়াতে ১০০% চার্জ না করাই ভালো।

দীর্ঘদিন ফোন বন্ধ রাখলে কী করবেন

যদি দীর্ঘ সময় ফোন ব্যবহার না করার পরিকল্পনা থাকে, তাহলে ফোনকে ৫০% চার্জ দিয়ে সংরক্ষণ করুন। অ্যাপলের পরামর্শ অনুযায়ী, প্রতি ৬ মাস অন্তত একবার ফোন চালু করা এবং ব্যাটারিকে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখা ভালো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা