× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যেভাবে ডিপসিক এআই ইনস্টল ও ব্যবহার করবেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত প্রসারের মধ্যে চীনের ডিপসিক এআই এখন বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রযুক্তিপ্রেমীদের মাঝে এটি বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। এর মূল কারণ হলো এর উদ্ভাবনী প্রযুক্তিগত সুবিধা। ডিপসিক এআই-এর ডিপসিক আর১ মডেল এই জনপ্রিয়তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এটি একটি ওপেন সোর্স ভিত্তিক এআই প্ল্যাটফর্ম, যা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) লাইসেন্সপ্রাপ্ত। ওপেন সোর্স হওয়ায় এটি বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এটি ব্যক্তিগত বা পেশাগত প্রয়োজনে সহজেই কাস্টমাইজ করা সম্ভব।

ডিপসিক এআই ব্যবহারের পূর্বশর্ত 

সব কম্পিউটারে ডিপসিক এআই ব্যবহার করা যাবে না। এটি চালানোর জন্য প্রয়োজন নির্দিষ্ট হার্ডওয়্যার ও সফটওয়্যার কনফিগারেশন।  

অপারেটিং সিস্টেম: 

- উইন্ডোজ ১০ বা পরবর্তী সংস্করণ  

- ম্যাকওএস ১০.১৫ বা পরবর্তী সংস্করণ  

- উবুন্টু ১৮.০৪ বা পরবর্তী সংস্করণ  

হার্ডওয়্যার স্পেসিফিকেশন:  

- মাল্টি-কোর প্রসেসর (কোয়াডকোর বা তার বেশি)  

- উচ্চক্ষমতাসম্পন্ন এনভিডিয়া জিপিইউ (CUDA সমর্থনসহ)

- কমপক্ষে ৮ গিগাবাইট র‍্যাম (১৬ গিগাবাইট হলে আরও ভালো) 

- ৫০ গিগাবাইট ফাঁকা SSD স্টোরেজ  

উইন্ডোজে ইনস্টলেশন পদ্ধতি  

১️ ধাপ: ওল্লামার অফিশিয়াল ওয়েবসাইটে (https://ollama.com/) যান।

২ ধাপ: উইন্ডোজ ইনস্টলার ডাউনলোড করুন।

৩ ধাপ: ইনস্টলার চালিয়ে স্ক্রিনের নির্দেশনা অনুসরণ করুন।

৪️ ধাপ: হার্ডডিস্কে কমপক্ষে ৪ গিগাবাইট ফাঁকা জায়গা নিশ্চিত করুন। 

৫️ ধাপ: ইনস্টলেশনের পর কমান্ড প্রম্পটে নিচের কমান্ড লিখুন:

$env:OLLAMA_DEBUG="1" & "ollama app.exe"

ম্যাকওএসে ইনস্টলেশন পদ্ধতি

-প্রথমে ওল্লামার ওয়েবসাইট থেকে ইনস্টলার ডাউনলোড করুন।  

-এরপর ইনস্টলার চালিয়ে সফটওয়্যারটি ইনস্টল করুন।  

-ইনস্টলেশনের পর টার্মিনাল খুলে নিচের কমান্ড দিন:  

ollama run deepseek-r1:8b 

এরপর ডিপসিক আর১ চালু হবে, এবং ব্যবহারকারী এর কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা উপভোগ করতে পারবেন।  

অনলাইনে ডিপসিক এআই ব্যবহার পদ্ধতি 

যারা সফটওয়্যার ইনস্টল করতে চান না, তারা অনলাইনে সরাসরি ডিপসিক এআই ব্যবহার করতে পারবেন। 

প্রথমে নিবন্ধন করুন:

- নির্দিষ্ট ওয়েবসাইটে (https://chat.deepseek.com/sign_in) গিয়ে ই-মেইল বা মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করুন।  

- চাইলে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেও নিবন্ধন করা যাবে।  

নিবন্ধনের পর সরাসরি চ্যাটবট ব্যবহার করা যাবে।  

স্মার্টফোনে ডিপসিক এআই ব্যবহার পদ্ধতি

অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা ডিপসিক অ্যাপ ইনস্টল করতে পারেন।

প্রথমে অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে যান।

-'DeepSeek' লিখে সার্চ করুন এবং অ্যাপটি ইনস্টল করুন।

-ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করুন।

-তারপর ডিপসিক এআই ব্যবহার শুরু করুন।

 ডিপসিক এআই-এর উন্নত ফিচার ও ওপেন সোর্স সুবিধা একে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছে। তবে এটি ব্যবহার করতে হলে সঠিক হার্ডওয়্যার কনফিগারেশন ও ইন্টারনেট সংযোগ থাকা আবশ্যক। পেশাগত প্রয়োজনে কিংবা সাধারণ ব্যবহারকারীদের জন্য ডিপসিক এআই হতে পারে এক নতুন সম্ভাবনার দুয়ার!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা