প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ বিস্তৃত করার লক্ষ্যে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা সম্প্রতি ভুটানে চালু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক্স প্ল্যাটফর্মে স্পেসএক্স প্রধান ইলন মাস্ক এ তথ্য নিশ্চিত করেন।
ভুটানের ব্যবহারকারীরা এখন থেকে স্টারলিংক সেবার মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মঙ্গোলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে স্টারলিংক সেবা চালু রয়েছে, তবে ভারতে স্টারলিংক কার্যক্রম শুরুর জন্য এখনও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের প্রয়োজন রয়েছে। মিয়ানমারে সেবা চালুর তারিখ এখনও অনিশ্চিত, তবে বাংলাদেশে এই বছরের মধ্যে স্টারলিংক সেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
স্টারলিংক সেবা ব্যবহারকারীদের স্যাটেলাইট টার্মিনালের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করে, তবে এটি সরাসরি মোবাইল ফোনে ব্যবহার করা সম্ভব নয়। ভুটানে স্টারলিংক দুটি প্ল্যানে সেবা প্রদান করছে:
• রেসিডেনশিয়াল লাইট প্ল্যান: মাসিক খরচ ৩,০০০ গুলট্রাম (প্রায় ৪,০০০ টাকা), যা ২৩ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট সরবরাহ করবে।
• স্ট্যান্ডার্ড রেসিডেনশিয়াল প্ল্যান: মাসিক খরচ ৪,২০০ গুলট্রাম (প্রায় ৫,৫০০ টাকা), যা ২৫ এমবিপিএস থেকে ১১০ এমবিপিএস গতির ইন্টারনেট সরবরাহ করবে এবং এতে ‘আনলিমিটেড ডেটা’ ব্যবহারের সুবিধা থাকবে।
বাংলাদেশে স্টারলিংক কবে আসবে?
বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হতে পারে এ বছরেই। তবে এটি সরকারের অনুমোদন ও স্থানীয় টেলিকম নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। স্টারলিংক স্যাটেলাইট-নির্ভর সেবা স্থানীয় টেলিকম অপারেটরদের তুলনায় ব্যয়বহুল হতে পারে, বিশেষ করে প্রথমদিকে। তবে ভবিষ্যতে এই সেবার খরচ কমে আসতে পারে বলে বিশেষজ্ঞরা আশাবাদী।