প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
সম্প্রতি মাইক্রোসফট তাদের ‘বাগ বাউন্টি’ কর্মসূচির আওতা সম্প্রসারিত করেছে এবং পুরস্কারের পরিমাণও বাড়িয়েছে। এই কর্মসূচির মাধ্যমে মাইক্রোসফটের বিভিন্ন প্রযুক্তি ও অ্যাপে নিরাপত্তার ত্রুটি শনাক্ত করলে সনাক্তকারীদের পুরস্কৃত করে প্রতিষ্ঠানটি। এবার কো-পাইলট চ্যাটবটে থাকা নিরাপত্তাত্রুটির সন্ধান পেতে পুরস্কারের মূল্য বাড়িয়েছে মাইক্রোসফট।
এখন থেকে কো-পাইলট চ্যাটবটে মাঝারি মাত্রার নিরাপত্তা ত্রুটি শনাক্ত হলে সর্বোচ্চ পাঁচ হাজার মার্কিন ডলার পুরস্কার মিলবে। এছাড়া, কো-পাইলটের নতুন কিছু সেবাও বাগ বাউন্টি কর্মসূচির আওতায় এসেছে। এর মধ্যে রয়েছে কো-পাইলট ফর টেলিগ্রাম, কো-পাইলট ফর হোয়াটসঅ্যাপ, কো-পাইলট ডট মাইক্রোসফট ডট কম এবং কো-পাইলট ডট এআই।
মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, ‘মাঝারি মাত্রার নিরাপত্তা ত্রুটির জন্য নতুন পুরস্কার কাঠামো চালু করা হয়েছে। গবেষকেরা এই ধরনের ত্রুটি শনাক্ত করলে সর্বোচ্চ পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার পাবেন। নিরাপত্তা ত্রুটির মাত্রা অনুযায়ী পুরস্কারের পরিমাণ ২৫০ ডলার থেকে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারেল।’
এছাড়া, কো-পাইলট চ্যাটবট ব্যবহার করে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি, এক্সেলে টেবিল তৈরি এবং প্রম্পটের মাধ্যমে কৃত্রিম ছবি তৈরি করা ছাড়াও আউটলুকে ই-মেইলের উত্তর দেওয়া যায়।