প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩১ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩২ পিএম
ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার যুক্ত করছে সাইটটি। প্রতি মিনিটে কয়েকশ কোটি বার্তা আদান প্রদান হয় হোয়াটসঅ্যাপে। বার্তা পাঠানোর পাশাপাশি অ্যাপটির মাধ্যমে অডিও ও ভিডিও কল করা যায়।
তবে এত সুবিধার পাশাপাশি হোয়াটসঅ্যাপে অসুবিধাও আছে। যেমন হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায় না। ফলে ব্যস্ত সময়ে কেউ যদি ফোনে কোনও গুরুত্বপূর্ণ তথ্য দেন, তা রেকর্ড করা যায় না। তবে সমস্যা যেমন আছে, তেমনই রয়েছে সমাধানের উপায়ও। চলুন জেনে নেওয়া যাক-
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। কাউকে কল বা ভিডিও কল করুন।
এবার ফোনের কুইক সেটিং বা কন্ট্রোল সেন্টারে যান। সেখানেই পাবেন স্ক্রিন রেকর্ডিং বাটন।
অন করলেই শুরু হয়ে যাবে রেকর্ডিং। কল শেষ হলেই বন্ধ হবে রেকর্ডিং।
এবার রেকর্ডিংটি সেভ করে নিলেই গ্যালারিতে তা পাওয়া যাবে।