প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
এআই প্রযুক্তি যুক্ত হওয়ায় গুগল সার্চ এখন আরও উন্নত হতে চলেছে। ইতোমধ্যে গুগলের এআই চ্যাটবট 'বার্ড' জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এবার গুগল তার সার্চে এআই ফিচার যুক্ত করেছে। এই নতুন আপডেটে, ব্যবহারকারীরা আরও বেশি ছবি, ভিডিও, এবং লিঙ্ক দেখতে পারবেন সার্চ রেজাল্টের মধ্যে।
গুগল সার্চে যারা নিয়মিত তথ্য খুঁজে থাকেন, তাদের জন্য এই আপডেটটি বিশেষ উপকারী হবে। যখন আপনি কোনো জটিল তথ্য অনুসন্ধান করবেন, তখন গুগল আপনাকে এমন শব্দ বা টার্মও দেখাবে যা আপনি হয়তো আগে জানতেন না। নতুন এআই ফিচারটি আপনাকে এসব অজ্ঞাত শব্দ বা টার্মের ব্যাখ্যা দেবে, ফলে আপনাকে আলাদা করে অন্য পেজে গিয়ে খুঁজে দেখতে হবে না।
এছাড়াও, বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি এবং অন্যান্য বিষয়ে সম্পর্কিত প্রশ্নের জন্য এআই দ্বারা তৈরি উত্তরের একটি নতুন সেট প্রদান করবে গুগল। এই আপডেটের মাধ্যমে, যখন আপনি কোনো অজ্ঞাত শব্দের উপর মাউস রাখবেন, তখন তার সংজ্ঞা, ছবি বা ডায়াগ্রাম সরাসরি দেখতে পাবেন।
কোডিং শেখার জন্যও এআই একটি শক্তিশালী টুল হিসেবে কাজ করবে, এবং এটি ব্যবহারকারীদের দীর্ঘ আকারের কন্টেন্টে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। ফলে ব্যবহারকারীরা যা খুঁজছেন, তা সহজেই পেতে পারবেন। কিছু পেজে এআই দ্বারা তৈরি তালিকাও প্রদর্শিত হবে। যেখানে মূল পয়েন্টগুলো তুলে ধরা হবে এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলো দেখানো হবে। যাতে ব্যবহারকারীরা সরাসরি অন্য পেজে গিয়ে আরও বিস্তারিত জানতে পারেন।