প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০১ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০২ পিএম
ছবি : সংগৃহীত
কোটি কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এখন আছেন নিরাপত্তা ঝুঁকিতে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে দুটি 'জিরো ডে' ত্রুটি সহ মোট ৪৮টি ত্রুটি সনাক্ত হয়েছে। গুগল ইতোমধ্যে এই ত্রুটিগুলোর সমাধান করে নতুন নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে।
গুগলের তথ্য অনুযায়ী, এই ত্রুটিগুলি ব্যবহার করে হ্যাকাররা ব্যবহারকারীদের অজান্তেই স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করাতে পারে এবং ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে। এই ধরনের সাইবার হামলা থেকে রক্ষা পেতে ব্যবহারকারীদের দ্রুত 'ফেব্রুয়ারি ২০২৫ নিরাপত্তা আপডেট' ইনস্টল করতে হবে।
গুগল জানিয়েছে, একটি জিরো ডে ত্রুটি কাজে লাগিয়ে ইতোমধ্যে হ্যাকাররা সাইবার হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে দ্বিতীয় ত্রুটির মাধ্যমে এখনো কোন হামলা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি। তবুও, দুটি ত্রুটিই অত্যন্ত বিপজ্জনক। সাইবার হামলা থেকে বাঁচতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ফোনে নিরাপত্তা আপডেট ব্যবহার করা অত্যন্ত জরুরি।
প্রথমে গুগলের পিক্সেল ফোনের জন্য এই নিরাপত্তা আপডেট প্রকাশ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য কোম্পানির অ্যান্ড্রয়েড ফোনের জন্যও আপডেটটি উন্মুক্ত করা হবে। ত্রুটির কারণে যে কোনও সময় সাইবার হামলার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপডেটটি দ্রুত ইনস্টল করা উচিত।
জিরো ডে ত্রুটি সাধারণত সফটওয়্যারের একটি দুর্বলতা, যা প্রতিষ্ঠানের তরফে শনাক্ত করা হলে দ্রুত সমাধান আনা হয়। তবে, যদি হ্যাকাররা সেই ত্রুটি ব্যবহার করার আগেই প্যাঁচ উন্মুক্ত হয় না, তবে সেটিকে 'জিরো ডে' ত্রুটি বলা হয়।