× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২০ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২১ পিএম

উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান ঘোষণা করেছে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’। ছবি : সংগৃহীত

উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান ঘোষণা করেছে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’। ছবি : সংগৃহীত

বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সহায়তা করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতাধীন ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’। উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান ঘোষণা করেছে সংস্থাটি। ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রামের আওতায় সেরা উদ্ভাবনী ধারণাগুলোকে আলাদাভাবে এ অনুদান দেওয়া হবে। 

বিসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক ও শিক্ষার্থীদের একত্র করে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। বুধবার থেকে আগ্রহী উদ্যোক্তা, উদ্ভাবক ও শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী ধারণা জমা দিয়ে ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রামে অংশ নিতে পারবেন। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধারণা জমা দেওয়া যাবে।

স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, জলবায়ু, পোশাকশিল্প, লজিস্টিকস, ফিনটেক, আইটি, ই-কমার্সসহ বিভিন্ন বিভাগে উদ্ভাবনী ধারণা জমা দেওয়া যাবে। এরপর সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ বিচারকদের মাধ্যমে উদ্ভাবনী ধারণাগুলো যাচাই-বাছাই শেষে অনুদানের জন্য মনোনীত উদ্ভাবনী ধারণাগুলোর নাম ঘোষণা করা হবে।

ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম সম্পর্কে সচেতনতা তৈরির জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ‘অ্যাকটিভেশন ক্যাম্পেইন’ আয়োজন করা হবে। এ ছাড়া আইডিয়া প্রকল্পের ওয়েবসাইট থেকেও ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রামের বিস্তারিত তথ্য জানা যাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা