× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর কত জরিমানা দেবেন জাকারবার্গ

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১৩:৫৮ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ১৫:০৬ পিএম

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত

এবার ফেসবুকের মূল প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশন (ডিপিসি)। মার্ক জাকারবার্গের কোম্পানিটিকে নতুন করে এবার জরিমানা বাবদ গুনতে হবে ২৬ কোটি ৫০ লাখ ইউরো।

দ্য হ্যাকার নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের ৫০ কোটির বেশি গ্রাহকের তথ্যের সুরক্ষা দিতে না পারায় এই জরিমানা ধার্য করেছে ডিপিসি।

এখন এই জরিমানা ইইউর নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ কিনা, তা খতিয়ে দেখবে আইরিশ ওয়াচডগ।

বলা হচ্ছে, ৫৩ কোটি ৩০ লাখ ব্যবহারকারীদের ফোন নম্বর, জন্ম তারিখ, অবস্থান, ইমেইল, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, অ্যাকাউন্ট তৈরির তারিখ ও প্রোফাইলের অন্যান্য বিবরণের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে ফেসবুক।

মেটাও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ আগেই স্বীকার করে নিয়েছে, তাদের হাত দিয়ে গ্রাহকের তথ্য তৃতীয় পক্ষের কাছে গিয়েছিল।

এর আগেও আয়ারল্যান্ড মেটা ও তার সহায়ক প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেছিল। এর মধ্যে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপও রয়েছে।

২০২১ সালের সেপ্টেম্বরে, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ করা হয় এবং ব্যবহার করা করা হয়, তা সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে না পারায় হোয়াটস অ্যাপ মেসেজিং সেবাকে ২২ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করা হয়।

এ বছর মার্চেও ডিপিসি নিরাপত্তাসংক্রান্ত সমস্যার অভিযোগ এনে মেটাকে ১ কোটি ৭০ লাখ ইউরো জরিমানা করে। সেপ্টেম্বরে ইইউ জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) ৪০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করে।

গ্রাহকদের তথ্য সুরক্ষা দিতে না পারার অভিযোগ মার্ক জাকারবার্গের বিরুদ্ধে বহু পুরোনো। এর আগে এমন ইস্যুতে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মুখোমুখিও হতে হয়েছিল তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা