× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসিস নেতৃত্ব পূণর্বিন্যাসে সভাপতি রাশিদ, জ্যেষ্ঠ সহসভাপতি সোহেল, সহসভাপতি আসিফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৬:৫৪ পিএম

বেসিস নেতৃত্ব পূণর্বিন্যাসে সভাপতি রাশিদ, জ্যেষ্ঠ সহসভাপতি সোহেল, সহসভাপতি আসিফ

পদত্যাগ দাবি ওঠার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে রাসেল টি আহমেদ এবং সহ-সভাপতি (অর্থ) পদ থেকে ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগের পর বেসিস কার্যনির্বাহী কমিটির নেতৃত্ব পুণবিন্যস্ত হয়েছে।

শূন্য দুই পদের মধ্যে জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসান-কে সভাপতি এবং সর্বোচ্চ ভোটে জয়ী পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলকে জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং পরিচালক এম আসিফ রহমানকে সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত করা হয়েছে।

বেসিস নির্বাহী পরিষদের জরুরি সভায় (৩৩২তম সভা) বুধবার (৩০ অক্টোবর) এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সদস্যদের ভোটে নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যদের বাইরে আপাতত কাউকে কো-অপ্ট ছাড়াই সকল কার্যক্রম যথারীতি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসিস নির্বাহী পরিষদ। একইসঙ্গে সদস্যদের মতামতের ভিত্তিতে বেসিসের নিয়মিত কার্যক্রম ও এর সদস্যদের স্বার্থরক্ষায় প্রতিশ্রুত সংস্কার কাজগুলো সাধ্যমতো সম্পন্ন করে আগামী ৬ (ছয়) মাসের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তরের বিষয়ে একমত হয়েছে বর্তমান নির্বাহী পরিষদ। চলমান বেসিস সংঘবিধি সংশোধন, বেসিস মেম্বারশীপ অডিট এবং সদস্য সুরক্ষাসহ অতি প্রয়োজনীয় এবং জরুরি সংস্কার কাজ আগামী জানুয়ারি ২০২৫ মাসের মধ্যে এজিএমে/ইজিএম-এর পর এপ্রিল ২০২৫-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য রোডম্যাপও ঘোষণা করেছে বেসিস।

প্রসঙ্গত, প্রসঙ্গত, বেসিস নির্বাহী পরিষদ গত ২০ অক্টোবর ২০২৪ তারিখে ১) বেসিস সংঘবিধি সংশোধন ও সংস্কার কাজগুলো সম্পন্ন করে প্রয়োজনে মধ্যবর্তী নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করা উচিত? নাকি ২) নির্বাহী কমিটি সদস্যরা একযোগে পদত্যাগ করা উচিত? এ বিষয়ে সদস্যদের মতামত চেয়ে একটি অটোমেটেড ভোটিং এর উদ্যোগ নেয়। এতে অংশ নেওয়া ৫৯৪ জন সদস্যের মধ্যে ৭৭.২৭% সংস্কার কাজগুলো মেম্বারদের সাথে নিয়ে সম্পন্ন করে নির্বাচন আয়োজনের” পক্ষে মতামত দিয়েছেন এবং ২২.৭২% মতামত দেন “বর্তমান ইসির এখনই পদত্যাগ করা উচিত” এর পক্ষে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা