প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মে ২০২৪ ১৮:০২ পিএম
ওপেনএআই চ্যাটবট চ্যাটজিপিটির আরও উন্নত সংস্করণ জিপিটি-৪। ছবি : সংগৃহীত
ওপেনএআই তাদের ভাইরাল এআই চ্যাটবট চ্যাটজিপিটির আরও উন্নত সংস্করণ জিপিটি-৪ বের করার পর এর ক্ষমতা দেখে মনে হচ্ছে এটি আমাদের ইন্টারনেট ব্যবহারকেই পাল্টে দেবে। তবে ইতিমধ্যেই বিভিন্ন পেশাকে হুমকিতে ফেলা কিংবা শিক্ষার্থীদেরকে নকল করার সুযোগ বাড়িয়ে দেওয়ার মতো শঙ্কাও তৈরি করেছে এটি।
জিপিটি-৪ যেদিন পরীক্ষামূলকভাবে উন্মোচন করা হয়, সেদিন অনেকেই অবাক হয়ে যান এর সক্ষমতা দেখে। মামলা লেখা, স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষায় পাশ করা কিংবা হাতে আঁকা স্কেচ থেকে সম্পূর্ণ কার্যকর একটি ওয়েবসাইট বানিয়ে ফেলা, কী পারে না এটি!
ওপেনএআইয়ের বিশাল ল্যাঙ্গুয়েজ মডেলের ওপরেই দাঁড়িয়ে আছে জিপিটি-৪, যেটি ব্যবহারকারীদের প্রম্পটের ওপর ভিত্তি করে বিশাল পরিমাণ জটিল প্রত্যুত্তর তৈরি করবে। সাধারণ ব্যবহারকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এটি ব্যবহারের জন্য, সেজন্য ওয়েটলিস্টে রেজিস্ট্রেশন করতে হবে।
তবে মাইক্রোসফটের এআই-চালিত বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে এর ছোঁয়া পাওয়া যাবে, পাওয়া যাবে ভাষা শেখার অ্যাপ ডুয়োলিঙ্গোর প্রিমিয়াম সংস্করণেও।
এছাড়া বেশ কিছু থার্ড-পার্টি অ্যাপেও এর সুবিধা যুক্ত করা হয়েছে। আগেই পরীক্ষামূলক অ্যাকসেস পাওয়া বেশ কয়েকজন ব্যবহারকারী তাদের জিপিটি-৪ ব্যবহারের অভিজ্ঞতা ইন্টারনেটে শেয়ার করেছেন। জেনে নেওয়া যাক জিপিটি-৪ চ্যাটজিপিটির চেয়ে কোন কোন দিকে এগিয়ে রয়েছে।
জিপিটি-৪ এ সীমাবদ্ধতা
নিজেদের এআই মডেলে অনেক উন্নতি ঘটালেও চ্যাটজিপিটিতে যে সীমাবদ্ধগুলো ছিল, সেগুলোর বেশ কয়েকটি জিপিটি-৪-এও রয়ে গিয়েছে। ওপেনএআই জানিয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্তই তাদের ডেটা রয়েছে। এরপরের ঘটনা সম্পর্কে তাদের জানা নেই।
এছাড়াও এটি ব্যবহারকারীদের ইচ্ছাকৃত ভুল তথ্যের ওপর ভিত্তি করে ভুল উত্তরও দিতে পারে, যেটি ক্রসচেক করার সক্ষমতা এআইটির নেই।
গার্টনারের চন্দ্রশেকারানও জানান, "এই এআই মডেলগুলো এখনও নিখুঁত নয়। তারা সময়ে সময়ে ভুল উত্তর জেনারেট করতে পারে।"
ওপেনএআই জানিয়েছে জিপিটি-৪ ব্যবহারের সময়, বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে খুবই সাবধানে ব্যবহার করা উচিৎ এটি। তাদের মতে, জিপিটি-৪-এর সবচেয়ে বড় উন্নতি হলো এর ছবি বিশ্লেষণ করার ক্ষমতা।
ওপেনএআই তাদের বিজ্ঞাপনে যে ডেমো দেখিয়েছে তারমধ্যে সবচেয়ে অবাক করা বিষয় ছিল হাতে আঁকা স্কেচ থেকে সম্পূর্ণ কার্যকর ওয়েবসাইট তৈরি। একজন ব্যবহারকারী তার হাতে আঁকা ছবি জিপিটি-৪-এ আপলোড করেই জিপিটি-৪-এর তৈরি কার্যকরী ওয়েবসাইটের কোড পেয়ে গিয়েছেন।
সূত্র: সিএনএন