প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মে ২০২৪ ১৫:৪০ পিএম
চোটে পড়েছেন এডারসন— সংগৃহীত ছবি
২০২৪ কোপা আমেরিকা শুরু হতে বাকি আছে এক মাসের মতো সময়। টুর্নামেন্টের এমন সময়ে ধাক্কা খেল ব্রাজিল। গোলরক্ষক এডারসন চোটে পড়ে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) গত রাতে এডারসনের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে।
কোপা আমেরিকায় সবার আগে দল ঘোষণা করেছিল ব্রাজিল। কোচ দরিভাল জুনিয়র বেশ কিছু চমকের জন্ম দিয়েছিলেন নিজের প্রথম অ্যাসাইনমেন্টকে সামনে রেখে। তবে দরিভালের দল ঘোষণার পরেই পরিবর্তন এসেছে টুর্নামেন্টের নিয়মে। ২৩ জনের বদলে স্কোয়াড ২৬ জনের হতে পারে বলে জানিয়েছে টুর্নামেন্টের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
ব্রাজিল দলে এসেছে মূলত চার পরিবর্তন। গোলরক্ষক এডারসন চোখের কোটরে আঘাত পেয়েছিলেন। যে কারণে শেষ সময়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। তার বদলে ডাক পেয়েছেন সাও পাওলোর গোলরক্ষক রাফায়েল।
এছাড়া ২৬ জনের বর্ধিত স্কোয়াডে নতুন ডাক পেয়েছেন একজন করে ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরোয়ার্ড। মূল স্কোয়াডে জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমারকে না ডাকায় সমালোচনা সইতে হয়েছিল কোচ দোরিভাল জুনিয়রকে। এবার সেই গ্লেসন ব্রেমারকে দলে টানলেন তিনি। এছাড়া মিডফিল্ডার হিসেবে আতালান্টায় খেলা এডারসন এবং ফরোয়ার্ড হিসেবে পেপেকে ডাকা হয়েছে স্কোয়াডে।