× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেইমারকে কী জিজ্ঞেস করেছিলেন রোনালদো?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৪ ১০:৩৯ এএম

নেইমারকে কী জিজ্ঞেস করেছিলেন রোনালদো?

সৌদি চ্যাম্পিয়নশিপে আল হিলাল ও আল নাসরের সবশেষ ম্যাচে মাঠে নামা হয়নি নেইমার জুনিয়রের। কারণটা সবারই জানা। দীর্ঘ সময় ইনজুরিতে ব্রাজিল ফরোয়ার্ড। তবে সৌদি আরবের রিয়াদের বক্সিংয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ‘রিং অব ফায়ারে’র একটি ম্যাচ দেখতে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সাক্ষাৎ হয় ব্রাজিল সুপারস্টারের। 

নেইমার ও রোনালদোর সাক্ষাতের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে রোনালদোকে ব্রিটিশ বক্সার অ্যান্থনি জশুয়ার সঙ্গে বসে থাকতে দেখা যায়। আর নেইমারের সঙ্গে ছিলেন তার দ্বিতীয় সন্তান ম্যাভির মা ব্রুনা বিয়ানকার্দি।

সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা অনুষ্ঠানে প্রবেশমাত্রই দুজন করমর্দন করেন। কুশলাদি বিনিময় করেন। এ সময় কৌতুকের সুরে নেইমারকে সিআর সেভেন বলেন, ‘হাউ, আর ইউ ব্রো?’ জবাব দিতে গিয়ে ব্রাজিল তারকা হেসে ওঠেন। মূলত রিং অব ফায়ারে টাইসন ‍ফুরি ও ওলেকসান্দার উজাইকর লড়াই দেখতে হাজির হয়েছিল দু’দেশের দু’তারকা।

চোটের কারণে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে নেইমার। পুনর্বাসনে জোর প্রচেষ্টা চালাচ্ছেন ফেরার। চোটের কারণে আসন্ন কোপা আমেরিকায়ও খেলা হচ্ছে না তার। ব্রাজিলের ঘোষিত স্কোয়াডে জায়গা মেলেনি। ধারণা করা হচ্ছে, জুনের পর শুরু হতে যাওয়া নতুন মৌসুমে ফিরবেন নেইমার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা