× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অমরত্বের সামনে লেভারকুসেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৪ ১৭:০৯ পিএম

অমরত্বের সামনে লেভারকুসেন

ইউরোপিয়ান ফুটবলের গল্পটাই বদলে দিয়েছে বায়ার লেভারকুসেন। লিখেছে নতুন ইতিহাস। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো জিতে নিয়েছে বুন্দেসলিগা শিরোপা। শিরোপা জয়ের এই জার্নিতে তারা ভেঙেছে বেনফিকার প্রায় ছয় দশক আগের করা ৪৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। শিরোপা নিশ্চিত করলেও ট্রফি পায়নি। আজ অসবুর্গের মাঠে মৌসুমের শেষ ম্যাচ শেষে তারা পাবে শিরোপা। শেষ ম্যাচে দলটির সামনে হাতছানি আর কিছু রেকর্ড ভাঙা গড়ার।

জার্মান লিগে এর আগে কোনো দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারেনি। সেটিই আজ নিজেদের নামের পাশে লিখতে পারে জাবি আলোনসোর দল। বে অ্যারেনায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অসবুর্গের বিপক্ষে হার এড়ালেই কীর্তি গড়বে লেভারকুসেন। 

সব প্রতিযোগিতা মিলিয়ে বুন্দেসলিগার কোনো ক্লাব এর আগে পুরো মৌসুম অপরাজিত থাকেনি। বায়ার্ন মিউনিখ দুবার এই কীর্তির খুব কাছাকাছি গিয়েছিল। ১৯৮৬-৮৭ মৌসুম এবং ২০১২-১৩ মৌসুমে পেতে পারত অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। তবে দুইবারই তারা হেরেছে ১টি করে ম্যাচ। ইউরোপের শীর্ষ ৫ লিগেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা মোট তিনবার। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল অপরাজিত ছিল ২০০৪ সালে। ইতালিয়ান সিরি-আয় ১৯৯২-৯২ মৌসুমে এসি মিলান ছিল অপরাজিত লিগ চ্যাম্পিয়ন। ফ্যাবিও ক্যাপেলোর অধীনে সেই কিংবদন্তি মিলান অপরাজিত ছিল ৫৮ ম্যাচ। তবে সেটা ঘরোয়া লিগে। একই লিগে ২০১৬-১৭ মৌসুমে আন্তেনিও কন্তের অধীনে জুভেন্টাস হয় অপরাজিত চ্যাম্পিয়ন। 

বাংলাদেশেও আছে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস। ১৯৭৭ সালে প্রথম বিভাগ ফুটবল লিগে অপরাজিত থেকেই শিরোপা জিতেছিল ঢাকা আবাহনী। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৯৮৬ থেকে ১৯৮৮ সালে হ্যাটট্রিক শিরোপা জয়ের পথেও কোনো ম্যাচে হারের মুখ দেখেনি। বর্তমানে টানা ৫ বার লিগ চ্যাম্পিয়ন হওয়া বসুন্ধরা কিংস অবশ্য একবারও অপরাজিত থাকেনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা