× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইট রাইডার্সের হয়ে মেজর লিগ খেলবেন সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৪ ১৬:৩৪ পিএম

আপডেট : ১৮ মে ২০২৪ ১৬:৪৮ পিএম

মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব; ফাইল ছবি

মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব; ফাইল ছবি

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কয়েক মৌসুম মাতিয়েছেন সাকিব আল হাসান। ২০১২ ও ২০১৪ সালে কেকেআরের হয়ে আইপিএলের শিরোপাও জেতেন তিনি। গত আসরে দলটির স্কোয়াডে থাকলেও মাঠে নামতে পারেননি। টাইগার অলরাউন্ডার আবারও ফিরছেন নাইট রাইডার্স পরিবারে। তবে আইপিএলে নয়, এবার লাল সবুজের পোস্টারবয় খেলবেন মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে।

আসন টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে গড়াবে এমএলসি’র দ্বিতীয় মৌসুম। এর আগে সরাসরি সাইনিংয়ে সাকিবকে দলে টেনেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। গতকাল শুক্রবার এক বিবৃতিতে সাকিবকে দলে নেওয়ার কথা নিশ্চিত করেছে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। বিবৃতিতে নাইট রাইডার্স গ্রুপ জানিয়েছে, ‘নাইট রাইডার্স পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘদিনের, তিনি কেকেআরকে বিভিন্ন মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। এরমধ্যে রয়েছে আমাদের দুটি চ্যাম্পিয়নশিপ, ২০১২ ও ২০১৪ আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। জুলাইয়ে এলএ নাইট রাইডার্সের বেগুনী-সোনালী জার্সিতে আবারও তাকে দেখার তর সইছে না।’

বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স গ্রুপের অধীনে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স ও আইএল টি-টুয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স খেলে আসছে। এমএলসির প্রথম মৌসুমে ভালো করতে পারেনি লস অ্যাঞ্জেলেস। পয়েন্ট তালিকার সবার নিচে থেকে শেষ করেছিল আসর।

সাকিব ছাড়াও লস অ্যাঞ্জেলেসের স্কোয়াডে আছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জেসন রয়, স্পেন্সার জনসন, উন্মুক্ত চাঁদ, সাইফ বদর, নিতীশ কুমার ও আলী খান। গত ২১ মার্চ এমএলসির প্লেয়ার্স ড্রাফট হয়েছিল, তবে অতিরিক্ত ড্রাফট খোলা রয়েছে ১৬ জুন পর্যন্ত।

আগামী ৫ জুলাই থেকে শুরু হবে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এমআই নিউইয়র্ক ও সিয়েটল ওরকাস। একইদিন সন্ধ্যায় টেক্সাস সুপার কিংসের মুখোমুখি হবে সাকিবদের নাইট রাইডার্স। ২৯ জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা