× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কারণে টসে জিতে বোলিংয়ে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২ ১৩:৪১ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১০ পিএম

যে কারণে টসে জিতে বোলিংয়ে ইংল্যান্ড

মেলবোর্নে টস জিততে চেয়েছিলো ইংল্যান্ড-পাকিস্তান দুদলই। জিতেছে ইংল্যান্ড এবং জনপ্রিয় সিদ্ধান্ত অনুযায়ী বেছে নিয়েছে বোলিং। টস জিতে বোলিং কেন? এই প্রশ্নের উত্তরে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বললেন, উইকেট দেখেছি আমরা। ভাল উইকেট। চারধারের যা আবহাওয়া ও আকাশের পরিস্থিতি সেই কারণেই মুলত আমরা বোলিং বেছে নিয়েছি।’ মেলবোর্নে ফাইনালের দিন বৃষ্টি আশঙ্কার কথা বলা হলেও নির্বিঘ্নেই টস পর্ব সম্পন্ন হয়েছে।

টসে জিতলে পাকিস্তান অধিনায়ক কী বেছে নিতেন সেই প্রশ্নের উত্তরে বাবর আজম নিজের ইচ্ছে গোপন রাখেননি। বলেন, ‘আমিও এখানে আগে বোলিংই করতাম। আকাশে মেঘ, চারধারের বাতাস এবং সতেজ উইকেট- বোলিংয়ের জন্য আদর্শ কন্ডিশন এটি।’

তবে টসে হেরে বাবরের সেই ইচ্ছে পুরো হয়নি। মেলাবোর্নের ফাইনালে আগে ব্যাট করছে পাকিস্তান। 

একটা বিষয়ে ফাইনালের দু’দল দারুণ সমতা দেখিয়েছে। সেমিফাইনালে জেতা একাদশ নিয়েই ফাইনালে নেমেছে দু’দল। 

পাকিস্তান একাদশ 

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ নাসিম, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি। 

ইংল্যান্ড একাদশ

জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রæক, লিয়াম লিভিংস্টোন, মইন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও আদিল রাশিদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা